বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ এই সিরিজ। কিন্তু সিরিজের প্রথম দুটি ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না দলের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। এশিয়া কাপ জয়ের পরই সেই আশঙ্কার কথা শোনা গেল রোহিত শর্মার গলায়। বিশ্বকাপের আগে অক্ষরের চোট নিয়ে যে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট তাও রোহিতের কথায় স্পষ্ট হয়।
advertisement
বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে ব্যাটিংয়ে সময় চোট পান অক্ষর প্যাটেল। ব্যাট করার সময় তাঁর বাঁহাতে বল লাগে। মাঠেই অস্বস্তিতে দেখা যাচ্ছিল তারকা ক্রিকেটারকে। তারপরও দলের স্বার্থে ব্যাটিং চালিয়ে গিয়েছেন। কিন্তু পুরো চিকিৎসার পর জানা যায় অক্ষরের চোট খুব তাড়াতাড়ি সারবে না। কয়েক দিন সময় লাগবে না। সঠিক বলা না গেলেও রোহিত শর্মার ধারণা অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি ম্যাচ পাওয় যাবে না অক্ষরকে।
এশিয়া কাপে চোট সারিয়ে দলে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার, কেএল রাহুল। আয়ারল্যান্ড সিরিজ থেকে চোট সারিয়ে কামব্যাক করেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপ শুরুর সময় মূল দলে কোনও চোট সমস্যা না থাকায় চিন্তামুক্ত ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এশিয়া কাপ চলাকালীন প্রথমে শ্রেয়স আইয়ারের ফের চোট আর এবার অক্ষর প্যাটেলের চোট। দুজনেই রয়েছেন বিশ্বকাপের দলে। ফলে অধিনায়ক ও কোচের চিন্তা হওয়াটা স্বাভাবিক।
আরও পড়ুনঃ India Asia Cup 2023 Champion: এশিয়া সেরা হয়ে ৫ বিশ্বরেকর্ড গড়ল ভারত, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।