মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল টস ভাগ্য সাথ দিল ভারতের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত ভারতের। টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে আগেই বলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেখানে টস ভারতের টস জেতা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে করা হচ্ছে। ভারতীয় দল তিন পেসার নিয়ে খেলছেন। কিন্তু দলে নেই মহম্মদ শামি। খেলছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। এছাড়া দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। ব্যাটিং লাইনে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।
advertisement
এশিয়া কাপ 2023 | Asia Cup 2023
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
পাকিস্তানের প্রথম একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
প্রসঙ্গত, এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে বড় জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে পাকিস্তান। জোড়া শতরান করেছিলেন বাবর আজম, ইফতিকর আহমেদ। এছাড়া বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান। অপরদিকে, এক নন্বর দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মারা প্রস্তুত আগুন ঝরানোর জন্য। অপরদিকে, বোলিংয়ে সেরাটা দিতে প্রস্তুত বুমরা-শামি-কুলদীপরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রস্তুত ক্রিকেট বিশ্ব।