TRENDING:

Asia Cup 2023 Full Schedule: এশিয়া কাপের সম্পূর্ণ সূচি, কেমন হল ৬ দল, টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ ম্যাচ, সব তথ্য এক ক্লিকে

Last Updated:

Asia Cup 2023 Full schedule, Squad, Match Timings, Live Streaming and Telecast : ৩০ আগস্ট এশিয়া কাপ শুরুর আগে এক ঝলকে দেখে নিন কেমন হল প্রতিযোগিতার ৬টি দল, কোন দেশ কোন গ্রুপে, টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি থেকে টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ খেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। একদিনের ক্রিকেট বিশ্বাকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে ৫০ ওভারের ফর্ম্যাটে। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশে হাইব্রিড মডেলে হবে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। এশিয়া কাপ শুরুর আগে এক ঝলকে দেখে নিন কেমন হল প্রতিযোগিতার ৬টি দল, কোন দেশ কোন গ্রুপে, টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি থেকে টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ খেলা।
৩০ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ ২০২৩। ওডিআই ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশে হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ।
৩০ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ ২০২৩। ওডিআই ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশে হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ।
advertisement

এশিয়া কাপের ৬টি সম্পূর্ণ স্কোয়াড:

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।

পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, সলমান আলি আগা, ইফতিখার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হরিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হরিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল।

advertisement

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ নাইম।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শণাকা, পথুম নিশাংকা, দ্বিমুথ করুণারত্নে, কুশল পেরেরা (উইকেট কিপার), কুশল মেন্ডিস, চরিত আসলঙ্কা, সাদিরা সমরবিক্রমা, ধনঞ্জয় ডিসিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডুনিথ বেলালেজ, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, দুষ্মন্ত চামিরা, দিলশান মদুশংঙ্কা, মথিশা পাথিরানা।

advertisement

আফগানিস্তান: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, ফজলহক ফারুকি, গুলবদিন নাইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, নুর আহমেদ, আবদুল রহমান, শরফউদ্দিন আশরাফ, সেলিম সাফি ও ইকরাম আলীখিল।

নেপাল স্কোয়াড: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুটরেল, আসিফ শেখ (উইকেটকিপার), ললিত রাজবংশী, মিম সারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং, সন্দীপ লামিছানে, করণ কেসি, গুলশন ঝা, আসিফ শেখ, সোমপাল কামি, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোড়া অর্জুন সাউধ, এবং শ্যাম টাকাল।

advertisement

এশিয়া কাপের গ্রুপ বিন্যাস: গ্রুপ ‘এ’: পাকিস্তান (এ১), ভারত (এ২), নেপাল (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে নেপাল অর্থাৎ এ১ বা এ২)

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা (বি১), বাংলাদেশ (বি২), আফগানিস্তান (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে আফগানিস্তান অর্থাৎ বি১ বা বি২)

advertisement

এশিয়া কাপের সম্পূর্ণ সূচি (Asia Cup 2023 Full Schedule):

গ্রুপ পর্ব:

তারিখ                                   ম্যাচ                                    ভেন্যু

৩০ অগাস্ট                 পাকিস্তান-নেপাল               মুলতান

৩১ অগাস্ট                বাংলাদেশ-শ্রীলঙ্কা                ক্যান্ডি

২ সেপ্টেম্বর                ভারত-পাকিস্তান                ক্যান্ডি

৩ সেপ্টেম্বর          বাংলাদেশ-আফগানিস্তান      লাহোর

৪ সেপ্টেম্বর                   ভারত-নেপাল                   ক্যান্ডি

৫ সেপ্টেম্বর            শ্রীলঙ্কা-আফগানিস্তান        লাহোর

সুপার ফোর:

৬ অক্টোবর             এ১-বি২                     লাহোর

৯ অক্টোবর             বি১-বি২                    কলম্বো

১০ অক্টোবর           এ১-এ২                     কলম্বো

১২ অক্টোবর           এ২-বি১                    কলম্বো

১৪ সেপ্টেম্বর         এ১-বি১                    কলম্বো

১৫ সেপ্টেম্বর        এ২-বি২                 কলম্বো

ফাইনাল:

১৭ সেপ্টেম্বর           সুপার ফোর১-সুপার ফোর২       কলম্বো

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

লাইভ টেলিকাস্ট ও স্ট্রিমিং: এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্টার নেটওয়ার্কের কাছে। টিভিতে এশিয়া কাপ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে। এছাড়া অনলাইনে দেখতে হলে এশিয়া কাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং হবে ডিজনি + হটস্টারে।

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2023 Full Schedule: এশিয়া কাপের সম্পূর্ণ সূচি, কেমন হল ৬ দল, টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ ম্যাচ, সব তথ্য এক ক্লিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল