শ্রীলঙ্কা কি ক্রিকেটারদের জন্য নিরাপদ নাকি দেশে কোভিড আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে তা নিয়েই এখন প্রশ্ন৷ পাকিস্তান লেগ শুরু হতে পাঁচ দিন বাকি, শ্রীলঙ্কার হাতেও খুব বেশি সময় নেই কারণ পাকিস্তানে চারটি ম্যাচের পরে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই শ্রীলঙ্কাতেই হবে। এই মুহূর্তে শ্রীলঙ্কার দুই সিনিয়র ক্রিকেটার পজিটিভ হওয়া টুর্নামেন্টের জন্য ভাল লক্ষণ নয় মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
পাকিস্তান চারটি ম্যাচের আয়োজক হলেও, বাকি ম্যাচগুলি, বিশষত ভারতের প্রতিটা ম্যাচই শ্রীলঙ্কায় খেলা হবে। ৩১ অগাস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। এরপর ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় খেলায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে৷
আরও পড়ুন – Heavy Rain Alert: পাহাড়- সমতল কাঁপিয়ে তোলপাড় করা বৃষ্টি, ওয়েদার আপডেটে স্বস্তি কবে ফিরবে
এদিকে গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবোয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের আগে ফার্নান্দোও সংক্রামক কোভিড ১৯-এ পজিটিভ হয়েছিলেন৷ COVID-19 ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার দুই সপ্তাহ পরে তিনি সংক্রামিত হয়েছিলেন। এদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার সীমিত ওভারের সিরিজের আগে ২০২১ -র অগাস্টে পেরেরা করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন৷
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে দুটি করোনা ভাইরাসের কেস সামনে এলেও এখনও কোনও অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি৷ তবে পেরেরা এবং ফার্নান্দো উভয়ই ভাইরাসের কারণে এশিয়া কাপে খেলতে না পারলে তা শ্রীলঙ্কা দলের জন্য বড় ধাক্কা। শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাশাপাশি তাদের হোম কন্ডিশনে খেলা হওয়ায় তারা অ্যাডভানটেজে থাকত৷
এদিকে এশিয়া কাপে ২ সেপ্টেম্বর ভারত নিজেদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে৷