এশিয়া কাপের আগে তারা জিম্বাবোয়ে সফর রয়েছে৷ কিন্তু সেটা ওয়ানডে ম্যাচ৷ শিখর ধাওয়ানের নেতৃত্বে যুবা ক্রিকেটররা সেই সফরে জায়গা পেয়েছে৷
এশিয়া কাপের কথা বললে ভারত বনাম পাকিস্তানের লড়াই গ্রুপ রাউন্ডে ২৮ অগাস্ট হবে৷ টুর্নামেন্ট শুরু হবে ২৭ অগাস্ট৷ কোহলি পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচের সুযোগ পাবেন৷ এই ম্যাচ আরও বিশেষ কারণ এটা তার টি টোয়েন্টিতে শততম ম্যাচ খেলবেন৷ তিনি এই কৃতিত্ব দ্বিতীয় ভারতীয় হিসেবে পেলেন৷ এর আগে রোহিত শর্মাও এই নজির গড়েন৷ রোহিত শর্মা এখনও অবধি ১৩২ টি টোয়েন্টি ম্যাচে খেলেছেন৷
advertisement
আরও পড়ুন - স্বপ্ন ভেঙে চুরমার পাঁচ তরুণ তুর্কি ক্রিকেটারের! এশিয়া কাপে বাদ মানেই কি টি টোয়েন্টি বিশ্বকাপেও কাঁচি
৩০ অর্ধশতরান করেন
৩৩ বছর বয়সে বিরাট কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৯৯ ম্যাচে ৯১ ইনিংসে ৫০ গড়ে ৩৩০৮ রান করেছেন৷ টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে তিনি তিন নম্বরে রয়েছেন৷ তিনি ৩০ টি অর্ধশতরান করেছেন৷ তাঁর সেরা ইনিংস ৯৪ রানের৷ স্ট্রাইকরেট তাঁর ১৩৮৷ তাঁর পুরো টি টোয়েন্টি কেরিয়ার নিয়ে কথা বললে তিনি ৩৪৪ ম্যাচে ৩২৭ ইনিংসে ৪০ গড়ে ১০৬২৬ রান করেছেন৷ ৫ টি শতরান এবং ৭৮ টি অর্ধশতরান করেছেন৷ ৮৩ বার তিনি ৫০ -র বেশি রান করেছেন৷ ১১৩ তাঁর সর্বোচ্চ স্কোর৷
আরও পড়ুন - লক্ষ্য জিব্রাল্টার প্রণালী, পদে পদে বিপদ নিয়ে সাঁতার কাটার চ্যালেঞ্জ তাহরিনার
টি টোয়েন্টি আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারের কথা হলে দেখা যাবে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে রান করায় সবচেয়ে ওপরে রয়েছেন৷ তিনি ৭ ম্যাচে ৭৮ গড়ে ৩১১ রান করেছেন৷ ৩ টি অর্ধশতরান করেছেন৷ স্ট্রাইকরেট ১১৮৷ অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যান ২০০ অবধি করতে পারেননি৷
প্রাক্তন বিশেষজ্ঞ ক্রিকেটার যুবরাজ সিং ৮ ম্যাচে ১৫৫, গৌতম গম্ভীর ৫ ম্যাচে ১৩৯ রান করেছেন৷ অন্য কোনও ক্রিকেটার ১০০-র বেশি রান করতে পারেননি৷ রোহিত ৮ ম্যাচে ৭ ইনিংসে ৭০ রান করেছেন৷ তাঁর সেরা রান ৩০৷ কেএল রাহুল একটি মাত্র ম্যাচে ৩ রান করেন৷