TRENDING:

Asia Cup 2022: ‘নাগিন -নাগিন’ কি কারোর বাপের সম্পত্তি! বাংলাদেশকে বধ করে শ্রীলঙ্কার নাগিন ডান্স, ভাইরাল ভিডিও

Last Updated:

রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় জয়, তারপরেই ‘নাগিন ডান্স’, ভাইরাল ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস মোকাবিলায় বাংলাদেশকে ২ উইকেটে হারায়৷ এই জয়ের ফলেই টি টোয়েন্টি এশিয়া কাপ ২০২২ এ সুপার ৪ এ পৌঁছে গেছে তারা৷ এক সময় সহজেই ম্যাচ পকেটে ঢুকিয়ে এমনটাই মনে হচ্ছিল ক্রিকেটফ্যানদের৷ শ্রীলঙ্কা শেষ ২ ওভারে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাকে ২৫ রান করতে হত৷ আর তাদের হাতে ৩ উইকেট বাকি ছিল৷ কিন্তু টেল এন্ডররা দারুণ পারফরম্যান্স করেন৷ আর তাঁরাই শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে দেয়৷ ম্যাচে বাংলাদেশ প্রথমে খেলে ৭ উইকেটে ১৮৩ রান করেন৷
Asia Cup 2022
Asia Cup 2022
advertisement

জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা৷ ওপেনার ব্যাটসম্যান এবংপ্লেয়ার অফ দ্য ম্যাচ হন কুশলা মেন্ডিস৷ ৩৭ বলে ৬০ রান করেন৷ ৪ টি চার, ৩ টি ছক্কা মারেন৷ অন্যদিকে অধিনায়ক দাসুন শনাকা ৩৩ বলে ৪৫ রান আক্রামণাত্মক ইনিংস খেলেন৷ ৩ টি চার এবং ২ টি ছক্কা মারেন৷ এর সঙ্গেই ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সুপার ৪ জায়গা করে নিয়েছে৷

advertisement

শ্রীলঙ্কার ইনিংস ১৯ তম ওভারে পেসার ইবাদত হুসেনকে বল করেন৷ এর আগে ৩ উইকেট নিয়েছিলেন৷ এই ওভারই টার্নিং পয়েন্ট হতে চলেছে৷  প্রথম এবং দ্বিতীয় বলে চামিকা করুণারত্নে ২- ২ রান নেন৷ ফলে প্রথম ২ বলে ৪ রান আসে৷ তৃতীয় বলে নো বল এবং করুণারত্নে এতে ৪ মারেন৷ চতুর্থ বলে এক রান নেন৷ কিন্তু পঞ্চম বলে দ্রুত রান নিতে গিয়ে তিনি রানআউট হয়ে যান৷ তিনি ১০ বলে ১৬ রান করে ফেলেন৷ এরপরের বল ওয়াইড ছিল৷

advertisement

আরও পড়ুন -  আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় খড়গ্রামের জয়জয়কার, সাহিলের সোনা, বিজয় পেল ব্রোঞ্জও

অসিতা মারলেন চার রান

২৫ বছরের পেসার অসিতা ফার্নান্দো ম্যাচে টি টোয়েন্টিতে অভিষেক করেন৷ তিনি কেরিয়ারের প্রথম বলে চার মারেন৷  এই বলে ১৯ তম ওভারের শেষ বল ছিল৷ এই ওভারে মোট ১৭ রান করেন৷ এবার ৬ বলে ৮ রান করতে হত৷ বোলার ছিলেন অফ স্পিনার হসন মিরাজ ছিলেন৷ প্রথম বলে তীক্ষ্ণতার সঙ্গে লেগ বাইয়ের কারণে এক রান পান৷ দ্বিতীয় বলে অসিতা চার মারেন৷ তৃতীয় বলে ২ রান নেন৷ এতে বল নো বল হয়৷ এই ভাবে শ্রীলঙ্কা জয় পেয়ে যায়৷ অসিতা ৩ বলে ১০ রান করে নটআউট থাকেন৷ স্ট্রাইকরেট ৩৩৩ ছিল৷

advertisement

players do nagin dance

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ম্যাচের মধ্যে করুণারত্নে নাগিন ডান্স করেন৷ দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল৷ ২০১৮ সালের নিসহাস ট্রফিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল৷ এই কারণে শ্রীলঙ্কা দল নকআউটে পৌঁছে নাগিন ডান্স করে কারণ এর আগে বাংলাদেশও নাগিন ডান্স করেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2022: ‘নাগিন -নাগিন’ কি কারোর বাপের সম্পত্তি! বাংলাদেশকে বধ করে শ্রীলঙ্কার নাগিন ডান্স, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল