এশিয়া কাপ ২০২২ -এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ ক্রিকেটপ্রেমীরা টিকিটের চাহিদা তুঙ্গে৷ তবে এই চাহিদা কতটা বেশি তা নিয়ে আন্দাজ করতে একটা তথ্য সামনে আনলেই যথেষ্ট৷ সরকারিভাবে যে ওয়েবসাইট থেকে টিকিট অনলাইনে বিক্রি হচ্ছিল সেই ওয়েবসাইট ক্র্যাশ করে যায়৷ সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচ টিকিট বুক করার সবচেয়ে জনপ্রিয় সাইট প্ল্যাটিনামলিস্ট ডট নেট নিজের ওপেনিং থেকে বাম্পার এন্ট্রি পেতে শুরু করে৷ খোলার সঙ্গে সঙ্গে তার ট্রাফিকে ৭০ হাজার বৃদ্ধি পেয়ে যায় ইউজার৷ এরপরেই ওয়েবসাইট ক্র্যাশ করে যায়৷
advertisement
আরও পড়ুন - মহম্মদ বাজার ব্লকে ফের খুশির খবর, শুরু হল দ্বিতীয় পর্যায়ের কয়লা খনির কাজ
আরও পড়ুন - Weather Update: বৃষ্টির থেকে মুক্তি নেই এখনই, দিনের বিভিন্ন সময়ে কাঁপাবে বৃষ্টির দাপট, আজকের ওয়েদার আপডেট
এশিয়া কাপের দ্বিতীয় দিনে ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে৷ ফলে সেই দিনেও টিকিটের হাহাকার হতে চলবে৷ দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও এই ম্যাচ মাঠে থেকে এই ঐতিহাসিক যুদ্ধের সাক্ষী হতে চাইবে৷ ম্যাচ অবধি রোজই টিকিটের আশায় থাকবেন ক্রীড়াপ্রেমীরা৷
এশিয়া কাপ ২০২২ দুই দল এইরকম
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান
পাকিস্তান - বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফকর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নবাজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নসীম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনবাজ দহানি, উসমান কাদির৷