হংকং: ২৫৯/৮
ভারত জয়ী ২৬ রানে
#দুবাই: আরেকটু হলেই অঘটনটা ঘটিয়ে ফেলছিল হংকং ৷ দুবাইয়ের মাঠে মঙ্গলবার প্রায় কোনওমতেই হার বাঁচাল টিম ইন্ডিয়া ৷ পাকিস্তান ম্যাচের আগে যে ম্যাচকে প্র্যাকটিস ম্যাচ হিসেবে ধরা হচ্ছিল, সেই দুর্বল হংকংয়ের বিরুদ্ধেও জিততে যথেষ্ট বেগ পেতে হল ভারতকে ৷ শেষপর্যন্ত ২৬ রানে ম্যাচ জিতল রোহিতের ভারত ৷
advertisement
শিখরের ১২৭। ওয়ান-ডে কেরিয়ারের ১৪তম সেঞ্চুরি। রায়ডুর ৬০। তবু এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে নজর কাড়তে ব্যর্থ ভারতীয় ব্যাটিং। থমকে গেল তিনশোর আগেই। কার্তিকের ৩৩। অধিনায়ক রোহিতের ২৩। কেদারের অপরাজিত ২৮। তবে ফ্লপ ধোনি। দুর্বল হংকংয়ের বোলিংয়ের বিরুদ্ধেও ৭ উইকেটে ২৮৫-র বেশি তুলতে পারল না ভারত। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে এদিন নজর কাড়লেন হংকংয়ের দুই ওপেনার নিজাকত খান (৯২) এবং অধিনায়ক অংশুমান রথ (৭৩)৷
এদিনই একদিনের ম্যাচে অভিষেক হল খলিল আহমেদের। ম্যাচের আগে ২২২-নম্বর ওয়ান-ডে ক্যাপ পেলেন বাঁহাতি পেসার। তবে দুবাইয়ে রোহিতদের রংচটা পারফরম্যান্সে বুধের ইন্দো-পাক মহারণের আগে অনেক দুশ্চিন্তা রয়েই গেল টিম ম্যানেজমেন্টের ৷