TRENDING:

অবসরের সিদ্ধান্ত ঘোষণা নেহরার, কোনটা হতে চলেছে তাঁর শেষ ম্যাচ ?

Last Updated:

অবশেষে অবসরের সিদ্ধান্ত নিজেই ঘোষণা করলেন পেসার আশিস নেহরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় দলে তাঁর বহু মাস পর প্রত্যাবর্তনকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মজা করতেও ছাড়েননি অনেকেই ৷ সেই তালিকায় ছিলেন প্রাক্তন বেশ কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও ৷ অবশেষে অবসরের সিদ্ধান্ত নিজেই ঘোষণা করলেন পেসার আশিস নেহরা ৷ আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে  দিল্লিতে টি২০ ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন নেহরা ৷
advertisement

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নেহরা জানান, অবসরের জন্য নিজের শহরের মাঠ ফিরোজ শাহ কোটলাকেই বেছে নিয়েছেন তিনি ৷ ৩৮ বছরের বাঁ হাতি পেসার তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই নিজের শেষ ম্যাচ খেলবেন ৷ এ দিন বিসিসিআই-এর পক্ষ থেকেও নেহরার অবসর নেওয়ার কথা টুইটারে জানানো হয়। 

নিজের অবসর নেওয়ার প্রসঙ্গে নেহরা বলেন, “ আমি সব সময়ই চেয়েছিলাম ফর্মে থাকা অবস্থায় অবসর নিতে। যখন লোকে আমার থেকে জানতে চাইবে কেন অবসর নিচ্ছি। কেন অবসর নিচ্ছি না, এই প্রশ্ন করার সুযোগ আমি কাউকে দিতে চাই না। দিল্লির মাঠে খেলে অবসর নেওয়ার সুযোগ পাচ্ছি। এর থেকে ভাল আর কিছু হতে পারে না।”

advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিল্লিতে টি২০ ম্যাচই তাঁর শেষ ম্যাচ ৷ কারণ এরপর আইপিএলেও খেলবেন না বলেই জানিয়েছেন নেহরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অবসরের সিদ্ধান্ত ঘোষণা নেহরার, কোনটা হতে চলেছে তাঁর শেষ ম্যাচ ?