দ্বিতীয় স্ত্রী বুলবুল সাহা তাঁর থেকে ২৮ বছরের ছোট। তা নিয়ে বিস্তর কথা হচ্ছে চারপাশে। তবে সেসব অরুণ লালের কানে ঢুকছে না। তিনি এখন জীবনে দ্বিতীয়বার হানিমুন পর্বে। নতুন স্ত্রীর সঙ্গে সবে তো তাঁর সেকেন্ ইনিংস শুরু।
advertisement
বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লালের জীবনে ওঠা-নামার শেষ নেই। ১৯৮২ থেকে ১৯৮৯ পর্।ন্ত ভারতের হয়ে ১৬টি টেস্ট ও ১৩টি ওয়ান ডে খেলেছেন তিনি। লড়েছেন ক্যান্সারের সঙ্গে। প্রথম স্ত্রী রীনা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনিই স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করতে বলেছিলেন।
বিয়ের পর্ব শেষ। এবার হানিমুনের পালা! নতুন বউকে নিয়ে কোথায় হানিমুন করতে যাবেন লালজি! এমন উত্তর দিলেন তিনি, সবাই অবাক।
লালজি বলেছেন, রনজি ট্রফিই আমাদের হানিমুন। ৪-৮ জুন বাংলা দল রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলবে।
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে বাংলা-ঝাড়খণ্ড ম্যাচ। সেখানে অরুণ লালের সঙ্গে হাজির থাকবেন তাঁর স্ত্রী বলবুল।