দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা আগের দিন আশঙ্কা প্রকাশ করেছিলেন নতুন বলে ভারতীয় পেসারদের সামলানো কঠিন হতে পারে। তার আশঙ্কা যে সঠিক সেটা প্রমাণ হতে থাকল প্রথম থেকে। প্রথম ওভারেই খাতা না খুলে দীপকের ইনসুইং সামলাতে না পেরে বোল্ড হলেন তিনি। এরপর কুইন্টন ডি কক (১), রুসো এবং ডেভিড মিলার (০) কয়েক মিনিটের মধ্যে ফিরে গেলেন।
advertisement
অপ্রতিরোধ্য হয়ে উঠলেন আর্শদীপ। তার সুইং বুঝতেই পারল না দক্ষিণ আফ্রিকানরা। যে বলটায় বোল্ড করলেন রুশোকে, সেটা পৃথিবীর যেকোন ব্যাটসম্যান বোল্ড হতেন। মনে করিয়ে দিল ওয়াসিম আক্রমকে। হাওয়ায় অনেকটা কেটে গেল বলটা। নয় রানে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন কি করবে বুঝতে পারছে না।
এদেন মার্করাম (২৫) কিছুটা প্রতিরোধ না করলে আরো লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪৮/৬। পাশাপাশি মহারাজ এবং পার্নেল দুই বাহাতি ব্যাটসম্যানকে ঝামেলায় ফেলার চেষ্টা করলেন অশ্বিন। কিন্তু দুজনেই কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন। পার্নেল (২৪) করে আউট হলেন অক্ষরের বলে।