TRENDING:

সুইং ইজ কিং! আর্শ - দীপকের বোলিং বিক্রমে ১০৬ রানে অলআউট আফ্রিকান সিংহরা

Last Updated:

Arshdeep Singh brilliant spell along with Deepak Chahar restricts South Africa to low total. আর্শ - দীপকের বোলিং বিক্রমে কম রানে মুড়িয়ে গেল আফ্রিকান সিংহরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুবন্তপুরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরুবন্তপুরমের মাঠে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার ঘন্টাখানেক আগে নাকি পিঠে ব্যথা অনুভব করেছিলেন জসপ্রীত বুমরাহ। তাই এদিনের ম্যাচ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। ফিরে এসেছিলেন দীপক চাহার এবং আর্শদীপ সিং। দুই সুইং বোলার দেখালেন সঠিক জায়গায় বল রেখে মুভ করাতে পারলে ব্যাটসম্যানদের কতটা চাপে ফেলা যায়।
৩২ রান দিয়ে তিনটি উইকেট পেলেন আরশদীপ
৩২ রান দিয়ে তিনটি উইকেট পেলেন আরশদীপ
advertisement

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা আগের দিন আশঙ্কা প্রকাশ করেছিলেন নতুন বলে ভারতীয় পেসারদের সামলানো কঠিন হতে পারে। তার আশঙ্কা যে সঠিক সেটা প্রমাণ হতে থাকল প্রথম থেকে। প্রথম ওভারেই খাতা না খুলে দীপকের ইনসুইং সামলাতে না পেরে বোল্ড হলেন তিনি। এরপর কুইন্টন ডি কক (১), রুসো এবং ডেভিড মিলার (০) কয়েক মিনিটের মধ্যে ফিরে গেলেন।

advertisement

অপ্রতিরোধ্য হয়ে উঠলেন আর্শদীপ। তার সুইং বুঝতেই পারল না দক্ষিণ আফ্রিকানরা। যে বলটায় বোল্ড করলেন রুশোকে, সেটা পৃথিবীর যেকোন ব্যাটসম্যান বোল্ড হতেন। মনে করিয়ে দিল ওয়াসিম আক্রমকে। হাওয়ায় অনেকটা কেটে গেল বলটা। নয় রানে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন কি করবে বুঝতে পারছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদেন মার্করাম (২৫) কিছুটা প্রতিরোধ না করলে আরো লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪৮/৬। পাশাপাশি মহারাজ এবং পার্নেল দুই বাহাতি ব্যাটসম্যানকে ঝামেলায় ফেলার চেষ্টা করলেন অশ্বিন। কিন্তু দুজনেই কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন। পার্নেল (২৪) করে আউট হলেন অক্ষরের বলে।

বাংলা খবর/ খবর/খেলা/
সুইং ইজ কিং! আর্শ - দীপকের বোলিং বিক্রমে ১০৬ রানে অলআউট আফ্রিকান সিংহরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল