টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা খায় শাহরুখ খানের দল। এই ম্যাচে অবশ্যই ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি। একই সঙ্গে পঞ্জাবের হয়ে দুর্দান্ত বল করেন আর্শদীপ সিং। দুর্দান্ত বোলিংয়ে কেকেআরের ওপেনার মনদীপ সিং প্রথম বলকে পুল খেলতে গিয়ে আউট হন। ডিপ মিড উইকেটে ক্যাচ দেন তিনি। সেই উইকেট তুলে নিয়ে আর্শদীপ দু'হাত ছড়িয়ে সেলিব্রেশন করেন।
advertisement
যা দেখে অনেকেই শাহিন শাহ আফ্রিদি এবং জাহির খানকে মনে করেছেন। কারণ অর্শদীপের সেলিব্রেশনটি ঠিক তাদের মতো ছিল। ঠিক সেই ওভারের শেষ বলেও উইকেট তুলেন নেন এই পেসার। কেকেআরের ওপেনার অনুকূল রায়কে চেষ্টা করেন মিড-অনের উপর থেকে একটি উঁচু শট খেলার। আর্শদীপ আরও একটি উইকেট কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেট পান তিনি।
এটিও ছিল শর্ট-পিচ ডেলিভারি। আর্শদীপ সিং কে ছন্দে ফিরছে দেখে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন বিশ্বকাপের কথা মাথায় রেখে আর্শদীপকে প্রয়োজন ভারতের। বাঁহাতি পেসার দলের সম্পদ। সেখানে আর্শদীপের প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না। শুধু দেখার ছিল ফর্মে ফিরতে কতটা সময় লাগে তার। প্রথম ম্যাচে কিছুটা জবাব দিয়েছেন পঞ্জাবের পেসার। এবার আশা করা যায় গোটা আইপিএল দুর্দান্ত পারফর্ম করবেন ভারতের এই তরুণ বাঁহাতি পেসার।