TRENDING:

Arshdeep Singh: বিশ্বকাপে দলে রাখতেই হবে, নাইটদের খতম করে নির্বাচকদের বুঝিয়ে দিলেন আর্শদীপ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোহালি: তাকে নিয়ে কয়েক মাস আগেও যতটা উৎসাহ ছিল ভারতীয় ক্রিকেটে, হঠাৎ করেই যেন কমে গিয়েছে সেসব। কিন্তু আর্শদীপ সিং আইপিএলের প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে কামাল করে দিয়েছেন। আর্শদীপ ভারতীয় নির্বাচকদের বুঝিয়ে দিয়েছেন তাকে বাইরে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করা সম্ভব নয়। সুইং, পেস, বাউন্স মিশিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজেকে ফিরে পাচ্ছেন তিনি।
আর্শদীপকে ফর্মে ফিরতে দেখে খুশি ভারতের প্রাক্তনরা
আর্শদীপকে ফর্মে ফিরতে দেখে খুশি ভারতের প্রাক্তনরা
advertisement

টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা খায় শাহরুখ খানের দল। এই ম্যাচে অবশ্যই ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি। একই সঙ্গে পঞ্জাবের হয়ে দুর্দান্ত বল করেন আর্শদীপ সিং। দুর্দান্ত বোলিংয়ে কেকেআরের ওপেনার মনদীপ সিং প্রথম বলকে পুল খেলতে গিয়ে আউট হন। ডিপ মিড উইকেটে ক্যাচ দেন তিনি। সেই উইকেট তুলে নিয়ে আর্শদীপ দু'হাত ছড়িয়ে সেলিব্রেশন করেন।

advertisement

যা দেখে অনেকেই শাহিন শাহ আফ্রিদি এবং জাহির খানকে মনে করেছেন। কারণ অর্শদীপের সেলিব্রেশনটি ঠিক তাদের মতো ছিল। ঠিক সেই ওভারের শেষ বলেও উইকেট তুলেন নেন এই পেসার। কেকেআরের ওপেনার অনুকূল রায়কে চেষ্টা করেন মিড-অনের উপর থেকে একটি উঁচু শট খেলার। আর্শদীপ আরও একটি উইকেট কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেট পান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এটিও ছিল শর্ট-পিচ ডেলিভারি। আর্শদীপ সিং কে ছন্দে ফিরছে দেখে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন বিশ্বকাপের কথা মাথায় রেখে আর্শদীপকে প্রয়োজন ভারতের। বাঁহাতি পেসার দলের সম্পদ। সেখানে আর্শদীপের প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না। শুধু দেখার ছিল ফর্মে ফিরতে কতটা সময় লাগে তার। প্রথম ম্যাচে কিছুটা জবাব দিয়েছেন পঞ্জাবের পেসার। এবার আশা করা যায় গোটা আইপিএল দুর্দান্ত পারফর্ম করবেন ভারতের এই তরুণ বাঁহাতি পেসার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Arshdeep Singh: বিশ্বকাপে দলে রাখতেই হবে, নাইটদের খতম করে নির্বাচকদের বুঝিয়ে দিলেন আর্শদীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল