রোহিতকে সেই ম্যাচে কোহলির সেঞ্চুরি উদযাপনের সময় বেশ উত্তেজিত দেখা যায়। তিনি জোরে হাততালি দিচ্ছিলেন এবং হিন্দিতে গালাগালি দিয়েছিলেন বলেও মনে করা হচ্ছিল। আর সেই সময় পাশে দাঁড়িয়ে অর্শদীপ হাসছিলেন।
পঞ্জাব কিংসের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, অর্শদীপ খুবই সিরিয়াস মুখে বলছেন, জনপ্রিয়তার চাহিদার কারণে তিনি ঠিক কথা জানাতে চলেছেন—রোহিত সেদিন কী বলেছিলেন! তবে পরে তিনি ভারতের বিখ্যাত মিমের সংলাপই বলতে শুরু করেন— “মুঝে Nadia পসন্দ হ্যায়”।
আরও পড়ুন- বিয়ে স্থগিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পলাশ! ক্যামেরা দেখে হাসলেন
তিনি বলেন, “আমাকে অনেক মেসেজ করে জিজ্ঞাসা করছে, রোহিত ভাই ঠিক কী বলেছিলেন বিরাট ভাইয়ের সেঞ্চুরির পর। তাই আমি বলছি তিনি কী বলেছিলেন! তিনি বলেছিলেন— ‘নীল পরি, লাল পরি, কমরে মে বন্দ, মুঝে নদিয়া পসন্দ…’।” রোহিতের আক্রমণাত্মক প্রতিক্রিয়াকে অনেকেই ভারতীয় ক্রিকেটের গুঞ্জনের ‘সমর্থন’ হিসেবে দেখছেন। সেই গুঞ্জন অনুযায়ী, রোহিত এবং কোহলি নাকি ২০২৭ বিশ্বকাপে খেলতে চান এবং সেই লক্ষ্য পূরণের জন্য তাঁরা দলের ‘সিস্টেম’–এর বিরুদ্ধে লড়ছেন।
