TRENDING:

সূর্যের গড়া মঞ্চে অর্শদীপ, উমরানদের দুর্ধর্ষ বোলিং! লঙ্কাকে উড়িয়ে সিরিজ চ্যাম্পিয়ন ভারত

Last Updated:

Arsh Deep Singh and Umran Malik brilliant bowling after Surya Kumar Yadav blitzkrieg racks Sri Lanka as India win series. সূর্যের গড়া মঞ্চে অর্শদীপ, উমরানদের দুর্ধর্ষ বোলিং! লঙ্কাকে উড়িয়ে সিরিজ চ্যাম্পিয়ন ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত জয়ী ৯১ রানে
সিরিজ জয়ের পর সাফল্যের হাসি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার
সিরিজ জয়ের পর সাফল্যের হাসি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার
advertisement

#রাজকোট: ভারতের ২২৮ রান স্কোরবোর্ডে ওঠার পর শ্রীলংকার পক্ষে কাজটা যে কার্যত অসম্ভব, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আশ্চর্য কিছু না ঘটলে, করুণারত্নে, মেন্ডিসদের পক্ষে হার বাঁচানো কঠিন বোঝা গেছিল। শুধু দেখার ছিল কত রান পর্যন্ত তাড়া করতে পারে শ্রীলংকা। নিঃশঙ্ক (১৫), মেন্ডেস (২৩) ওপেনিং জুটিতে বেশি করতে পারেননি।

advertisement

আবিষ্কা (১), ধনঞ্জয় (২২) মিডল অর্ডার ব্যর্থ। আসলে পাহাড় প্রমাণ নাম থাকলে তাড়া করা সব সময় কঠিন সেটা আবার প্রমাণিত হল। লঙ্কার অধিনায়ক শানাকা কিছুটা লড়াই করার সাহস দেখাবেন জানা ছিল। সেই চেষ্টাও তিনি করলেন। কিন্তু ভারতের রান এতটাই ছিল লঙ্কার পক্ষে শুধু পরাজয়ের গ্লানি কমানো ছাড়া কাজ ছিল না।

advertisement

বল হাতে অধিনায়ক হার্দিক দুটি উইকেট তুলে নিলেন। তার নেতৃত্বে সিরিজ জয় ঘরের মাঠে। হার্দিক প্রমাণ করলেন নির্বাচকরা তাকে দায়িত্ব দিয়ে ভুল করেননি। শনাকা (২৩) ফিরে গেলেন অর্শদীপ সিং এর বলে। উমরান নিলেন দুটি উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা অবশ্য ভাল হয়নি। ঈশান কিষান একটি রান করে প্রথম ওভারেই ফিরে গেলেন। মধুশঙ্কার বাউন্স সামলাতে পারেননি। এই পর অবশ্য তিন নম্বরে নেমে রাহুল ত্রিপাঠী ১৬ বলে ৩৫ রানের একটা দেখার মতো ইনিংস খেললেন। মূলত তার জন্যই পাওয়ার প্লে আজ ভাল কাজে লাগাল ভারত।

advertisement

শুভমন গিল অবশ্য বল প্রতি রান করছিলেন। সেভাবে বড় শট খেলতে পারছিলেন না। অন্যদিকে ছিলেন সূর্য কুমার। কিছুটা সেট হয়ে গিয়ে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করলেন সূর্য। বিশেষ করে ব্যাকফুটে দেখার মত মারলেন। স্কুপ করলেন কবজির জোরে। ২৬ বলে ৫০ পূর্ণ করে ফেললেন সূর্য।

তিনি সম্পূর্ণ অন্য জাতের ব্যাটসম্যান আবার বুঝিয়ে দিলেন। ভারতের মিস্টার ৩৬০ প্রায় ছেলে খেলা করলেন লঙ্কার বোলারদের নিয়ে। স্পিনার হোক বা পেসার, সূর্যের দাপটের কাছে অসহায় লাগছিল তাদের। শুভমন গিল ৪৬ করে ফিরলেন। কিন্তু অন্যদিকে সূর্য কুমার যেখানে ইচ্ছে সেখানে মারছিলেন। ৪৫ বলে শতরান পূর্ণ করলেন সূর্য। এই নিয়ে তিন নম্বর সেঞ্চুরি হয়ে গেল তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কেন তিনি পৃথিবীর সেরা আবার দেখিয়ে দিলেন। শেষদিকে অক্ষর প্যাটেল কিছু রান তুললেন। অর্শদীপ সিং আগের ম্যাচ জঘন্য বল করলেও আজ তিনটি উইকেট নিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। ভারত বিশাল ব্যবধানে সিরিজ জিতল।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সূর্যের গড়া মঞ্চে অর্শদীপ, উমরানদের দুর্ধর্ষ বোলিং! লঙ্কাকে উড়িয়ে সিরিজ চ্যাম্পিয়ন ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল