TRENDING:

২ ম্যাচ নির্বাসিত অর্ণব মণ্ডল

Last Updated:

আই লিগের গুরুত্বপূর্ণ সময়েই বড় ধাক্কা ইস্টবেঙ্গলে। গ্লেনের অভিযোগের ভিত্তিতেই ২ ম্যাচ নির্বাসনে অর্ণব মণ্ডল। নির্বাসনের কোপে মোহনবাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আই লিগের গুরুত্বপূর্ণ সময়েই বড় ধাক্কা ইস্টবেঙ্গলে। গ্লেনের অভিযোগের ভিত্তিতেই ২ ম্যাচ নির্বাসনে অর্ণব মণ্ডল। নির্বাসনের কোপে মোহনবাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীও।
advertisement

আই লিগের গুরুত্বপূর্ণ সময়েই ইস্টবেঙ্গলে ধাক্কা। ২ ম্যাচ নির্বাসিত হলেন অর্ণব মণ্ডল। সেইসঙ্গে তাঁর ১ লক্ষ টাকা জরিমানাও হয়। কর্নেল গ্লেন ফেডারেশনে অভিযোগ করেছিলেন বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জন্য। শেষপর্যন্ত রেফারির রির্পোটের ভিত্তিতেই মেরে ফেলার হুমকি ও কটূক্তির জন্যই নির্বাসিত হতে হল অর্ণব মণ্ডলকে। ফলে, বেঙ্গালুরু এফসি ও স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না অর্ণব। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এমন আচরণের জন্য সতর্কও করে ইস্টবেঙ্গল ডিফেন্ডারকে।

advertisement

অন্যদিকে ২ ম্যাচ নির্বাসনের কোপে পড়লেন মোহনবাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীও। ডার্বিতেই ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেওয়া নিয়ে রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান শঙ্করলাল। নির্বাসনের পাশাপাশি ৫০হাজার টাকা জরিমানাও হয় বাগানে সঞ্জয়ের সহকারির।

বাংলা খবর/ খবর/খেলা/
২ ম্যাচ নির্বাসিত অর্ণব মণ্ডল