অর্জুন টেন্ডুলকার (২২ বছর বয়সী বাঁ-হাতি পেসার) গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুর্নামেন্টে খেলবেন। অংশগ্রহণকারী দলগুলির মধ্যে রয়েছে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন, প্লেয়ার্স একাডেমি একাদশ দিল্লি, এইচপিসিএ, জেকেসিএ, মিনার্ভা ক্রিকেট একাডেমি, ইউটিসিএ চণ্ডীগড়, প্লেয়ার্স ইলেভেন বিহার, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আরবিআই মুম্বাই, পিসিএ কোল্টস এবং এমপিসিএ।
আমরা পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনা, চণ্ডীগড় ইউটি স্পোর্টস ডিপার্টমেন্ট এবং হরিয়ানা স্পোর্টস ডিপার্টমেন্টের সহায়তায় ছয়টি ভেন্যুতে ৩১টি ম্যাচকে অন্তর্ভুক্ত করে ১২ দিনের খেলার সময় বের করতে সক্ষম হয়েছি, টুর্নামেন্টের আহ্বায়ক বিবেক আত্রে বলেছেন।
advertisement
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে দুটি মাল্টি ডে ম্যাচ খেলেছিলেন অর্জুন। সেটাও তিন বছর আগে। সাদা বলে মুম্বইয়ের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেতেন। মূল দল এবং ম্যাচ খেলার সুযোগ খুবই কম। খেলার এবং দক্ষতা প্রমাণের সুযোগ ছাড়াই দল থেকে বাদও পড়েছেন।
সেটাই অনেক বেশি হতাশার অর্জুন তেন্ডুলকরের কাছে। তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না বলেই অনেকের মত। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের ডেভেলোপমেন্ট স্কোয়াডের সঙ্গে ইংল্যান্ডে বেশ কিছু টি ২০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্জুন।
পর্যাপ্ত সুযোগ নেই। অভিমানে অন্য রাজ্যে পাড়ি। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে না সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে। মুম্বই ছাড়তে চলেছেন। এই খবর অনেক আগের। আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন অর্জুন। ২২ বছরের বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে গত মরসুমে দুটি ম্যাচ খেলেছেন। সৈয়দ মুস্তাক আলি টি ২০ তে হরিয়ানা এবং পুদুচেরির বিরুদ্ধে।
