তবে রঞ্জি দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। তাছাড়া অর্জুনের উচ্চতা ভাল। জাহির খান, মাহেলা জয়াবর্ধনের টিপস পেয়েছেন। গত ম্যাচে ডাগআউটে বাবা সচিনের পাশেই ছিলেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী করতে হবে ধারণা আছে অর্জুনের। টাইমাল মিলসকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে অর্জুনকে। মানসিকভাবে এই চ্যালেঞ্জ নিতে অর্জুন কতটা প্রস্তুত, সেটা অবশ্য ম্যাচেই বোঝা যাবে।
advertisement
সাফল্যের শিখর থেকে এক ঝটকায় ব্যর্থতার অতল গহ্বরে। পর পর পাঁচটি ম্যাচে হার। রোহিত শর্মাদের দুর্দশা দেখে সমর্থকরা শিহরিত এবং বিভ্রান্ত। কিছুতেই যেন হিসেব মিলছে না। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এমন করুণ দশা দেখে বিস্মিত ক্রিকেট মহল। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে জয়ের মুখ দেখবেন রোহিতরা। রেকর্ড বুক বলছে আইপিএলে শুরুটা খারাপ হলেও দারুণ কামব্যাকের নজির রয়েছে মুম্বইয়ের।
সেই আশাতে এখনও বুক বেঁধে রয়েছেন সমর্থকরা। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্মে না থাকাটা ব্যাটিংয়ের উপর চাপ বাড়াচ্ছে। ঈশান কিষান শুরুটা ভালোই করেছিলেন। গত কয়েকটি ম্যাচে সেই ফর্ম বজায় রাখতে পারেননি। তবে ‘বেবি এবি’ ব্রেভিস ও তিলক ভার্মা টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল।নামের প্রতি সুবিচার করতে পারছেন না যশপ্রীত বুমরাহ।
তাই জয়দেব উনাদকাট, বাসিল থাম্পিরা চাপে পড়ে যাচ্ছেন। স্পিন বিভাগও তেমন শক্তিশালী নয়। অগত্যা মুরুগান অশ্বিনকেই নিয়মিত খেলানো হচ্ছে। চেন্নাই তবু একটি ম্যাচ জিতেছে। সেখানে ছয় ম্যাচে জয় নেই মুম্বই দলের। তাই বৃহস্পতিবার জিততে না পারলে, এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা শেষ মোটামুটি নিশ্চিত হয়ে যাবে।
