TRENDING:

কলম্বিয়া ম্যাচই মেসিদের কাছে অগ্নিপরীক্ষা

Last Updated:

বুধবার লিও মেসির অগ্নিপরীক্ষা। গোটা দেশ তাকিয়ে ফুটবলের আধুনিক রাজপুত্রের দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বুয়েনস আয়ার্স: বুধবার লিও মেসির অগ্নিপরীক্ষা। গোটা দেশ তাকিয়ে ফুটবলের আধুনিক রাজপুত্রের দিকে। কলম্বিয়া ম্যাচে ত্রাতা হিসেবে মেসিকে দেখতে চাইছেন মারাদোনাও। অবসর ভাঙার পর সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে হবে। মাঠে নামার আগে এমনটাই দাবি লিও মেসির।
advertisement

এই সেই কোপার ফাইনাল। মার্কিন মুলুকে চিলির কাছে হারের পর আর্জেন্টিনা বিধ্বস্ত হয়েছিল অন্য কারণে। দেশের জার্সিতে তিনি আর খেলবেন না। ফাইনালের কিছু পরে মেসির এই ঘোষণা দুলিয়ে দিয়েছিল তামাম দুনিয়াকে।

পেলে থেকে মারাদোনা, প্লাতিনি থেকে পেপ গুয়ার্দিওলা -- মেসিকে মাঠে ফেরাতে প্রায় পায়ে পড়ে গিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে অবশেষে তিনি ফিরেছেন। কিন্তু সেই ফেরা মোটেই সুখকর হয়নি। কেন চোট থাকা মেসিকে খেলানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টাইন কোচ ব্রাউজা। ব্রাজিলের বিরুদ্ধে আটকে গিয়ে ফ্যাকাসে লেগেছিল এলএম টেনকে। এবার তাঁর আরও বড় পরীক্ষা। সেই চারের দশক থেকে বিশ্বকাপ খেলছে আর্জেন্টিনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এবার কি রাশিয়ার ছাড়পত্র পাবেন মেসিরা ? এমন প্রশ্নের মুখে কোনও দিন পড়তে হয়নি মারাদোনার দেশকে। তাই কলম্বিয়া ম্যাচে মেসিকেই ত্রাতা হিসেবে চায় বুয়েনস আয়ার্স। চান মারাদোনাও। ভারতীয় সময় বুধবার ভোরে এদেশের মেসি ভক্তরাও তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে। কারণ এই ম্যাচ ঈশ্বরের পরীক্ষা।

বাংলা খবর/ খবর/খেলা/
কলম্বিয়া ম্যাচই মেসিদের কাছে অগ্নিপরীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল