এদিন ম্যাচে মেসি মাঠে থাকলেও সেভাবে যেন পাওয়াই গেল না তাঁকে। ফরাসী ক্লাবের প্রতি যে তাঁর পুরোপুরি মোহভঙ্গ হয়েছে তা শেষ ম্যাচে মেসির খেলা দেখেই বোঝা যাচ্ছি। না ঠিকঠাক গোলের বল বাড়াতে পারলেন, না সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারলেন। দেখে মন হল নিজের মধ্যে নেই বিশ্বজয়ী তারকা। ম্যাচের ১৬ ও ২১ মিনিটে সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপের গোলে পিএসজি এগিয়ে গিয়েছিল। কিন্তু ২৪, ৪৬, ৬৩ মিনিটে গোল হজম করে হার দিয়ে মরশুম শেষ করল লিগ চ্যাম্পিয়নরা।
advertisement
শনিবার ম্যাচের আগে পিএসজি ক্লাব ও কোচের তরফ থেকে মেসিকে বিদায় বার্তা দিয়ে দেওয়া হয়েছিল। ক্বারে তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল, ‘ফরাসি রাজধানীতে দুই মরশুম কাটানোক পর, পিএসজি-র সঙ্গে লিও মেসির দুরন্ত এক অভিযানের সমাপ্তি ঘটবে।’ পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ে বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে আমার। শনিবার ঘরের মাঠে ক্লেমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে লিয়ো।’
মেসির পিএসজি অধ্যায় শেষ হলেও আর্জেন্টাইন মহাতারকার পরবক্তী গন্তব্য কথায় তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা তুঙ্গে। ইউরোপীয় নানা ক্লাবের সঙ্গে জল্পনায় রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলালের নামও। যদিও পাকাপাকিভাবে কিছু জানাননি মেসি বা তাঁর বাবা। যদিও খুব শীঘ্রই মেসির আগামি গন্তব্য জানা যাবে বলেই খবর।