হুগলির রিষড়ায় ফেলু মোদক আর্জেন্টিনার ফ্যানদের কথা মনে করে বানিয়ে ফেলেছে নীল-সাদা রসগোল্লা। যে রসগোল্লা আবার বিশেষ ভাবে প্যাকেটজাত হয়ে মাথায় মুকুট পরে বসে আছে, তা দেখে রেগে কাঁই ফ্রান্সের সমর্থকরা। তবে ফরাসডাঙ্গায় ফ্রান্সের সমর্থকরাও মিষ্টি নিয়ে লাফালাফি করছে ৷ ফেলু মোদকের নীল-সাদা রসগোল্লা অবশ্য মন কেড়েছে অনেকের। যারা মেসি ভক্ত নন, তারাও রবি সন্ধ্যায় ফুটবল ম্যাচ দেখার জন্য নীল-সাদা রসগোল্লা চেখে দেখছেন। ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে অবশ্য জানিয়েছেন, ‘‘বাঙালি রসে বশে থাকা মানুষ৷ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আয়োজন হচ্ছে আর মিষ্টি থাকবে না তাই কখনও হয় নাকি ৷ আমরা তাই স্পেশ্যাল রসগোল্লা বানিয়ে ফেলেছি। আর্জেন্টিনার ফ্যানরা যেমন এতে দারুণ খুশি হয়েছে ৷ বাকিরাও সমান তালে রসগোল্লা খাচ্ছেন। ’’
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপ জিতুক বা না জিতুক, কেরিয়ারের ৫ বিশ্বকাপের মধ্যে কাতারে সেরা ফর্মে মেসি
আরও পড়ুন- মাঠের বাইরে স্কালোনি বনাম দেশঁ, দুই হেডস্যারের মগজাস্ত্রের লড়াই, জো জিতা ওহি সিকন্দার
অন্যদিকে হাওড়ায় একটি মিষ্টির দোকান ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে পৌঁছে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির আকারে মিষ্টি তৈরি করেছে। দোকানদার অবশ্য বলছেন যে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পরে তাঁরা এটি করার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে ব্রাজিল রসগোল্লা, ফুটবল ও বিশ্বকাপ ট্রফিও তৈরি করেছে তাঁরা। মেসি ফিফা বিশ্বকাপের ফাইনালে জিতুক এবং ফিফা বিশ্বকাপ ট্রফি তুলুক, এটাই তাঁদের আশা।বিশ্বকাপ ২০২২-এর জ্বর এখন চরমে। তবে আমাদের দেশে ফুটবলের ভক্ত কম নেই। পশ্চিমবঙ্গ ও কেরলে ফুটবল জ্বর চলছে। প্রকৃতপক্ষে, পশ্চিমবঙ্গের মানুষ ফুটবল এবং বিশেষ করে লিওনেল মেসির প্রতি অনুরাগী, তার আভাস আরও একবার দেখা গেল। মেসি আর এমবাপের লড়াই তাই এবার মিষ্টির পাতেও।।