TRENDING:

Argentina Sweets: মেসির মন জয়ে নীল-সাদা রসগোল্লা ফেলু মোদকের

Last Updated:

হাওড়ায় আবার মেসি সন্দেশ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: বিশ্বকাপ দখলের লড়াইয়ে জোর টক্কর চলছে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের। কেউ কাউকে এক ইঞ্চি জমি ময়দানে ছাড়তে রাজি নয় ৷ আর সেই লড়াই ময়দানের বাইরে চলে এসেছে মিষ্টি স্বাদে ৷ যদিও সেই লড়াইয়ে ফ্রান্সকে পিছনে ফেলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। কারণ উত্তর হোক বা দক্ষিণ, বাঙালি ফুটবলের জাদুতে টেনে নিয়ে এসেছে মন ভাল করা মিষ্টিকেও।
মেসির মন জয়ে নীল-সাদা রসগোল্লা ফেলু মোদকের
মেসির মন জয়ে নীল-সাদা রসগোল্লা ফেলু মোদকের
advertisement

হুগলির রিষড়ায় ফেলু মোদক আর্জেন্টিনার ফ্যানদের কথা মনে করে বানিয়ে ফেলেছে নীল-সাদা রসগোল্লা। যে রসগোল্লা আবার বিশেষ ভাবে প্যাকেটজাত হয়ে মাথায় মুকুট পরে বসে আছে, তা দেখে রেগে কাঁই ফ্রান্সের সমর্থকরা। তবে ফরাসডাঙ্গায় ফ্রান্সের সমর্থকরাও মিষ্টি নিয়ে লাফালাফি করছে ৷ ফেলু মোদকের নীল-সাদা রসগোল্লা অবশ্য মন কেড়েছে অনেকের। যারা মেসি ভক্ত নন, তারাও রবি সন্ধ্যায় ফুটবল ম্যাচ দেখার জন্য নীল-সাদা রসগোল্লা চেখে দেখছেন। ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে অবশ্য জানিয়েছেন, ‘‘বাঙালি রসে বশে থাকা মানুষ৷ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আয়োজন হচ্ছে আর মিষ্টি থাকবে না তাই কখনও হয় নাকি ৷ আমরা তাই স্পেশ্যাল রসগোল্লা বানিয়ে ফেলেছি। আর্জেন্টিনার ফ্যানরা যেমন এতে দারুণ খুশি হয়েছে ৷ বাকিরাও সমান তালে রসগোল্লা খাচ্ছেন। ’’

advertisement

আরও পড়ুন- বিশ্বকাপ জিতুক বা না জিতুক, কেরিয়ারের ৫ বিশ্বকাপের মধ্যে কাতারে সেরা ফর্মে মেসি

আরও পড়ুন- মাঠের বাইরে স্কালোনি বনাম দেশঁ, দুই হেডস্যারের মগজাস্ত্রের লড়াই, জো জিতা ওহি সিকন্দার

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

অন্যদিকে হাওড়ায় একটি মিষ্টির দোকান ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে পৌঁছে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির আকারে মিষ্টি তৈরি করেছে। দোকানদার অবশ্য বলছেন যে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পরে তাঁরা এটি করার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে ব্রাজিল রসগোল্লা, ফুটবল ও বিশ্বকাপ ট্রফিও তৈরি করেছে তাঁরা। মেসি ফিফা বিশ্বকাপের ফাইনালে জিতুক এবং ফিফা বিশ্বকাপ ট্রফি তুলুক, এটাই তাঁদের আশা।বিশ্বকাপ ২০২২-এর জ্বর এখন চরমে। তবে আমাদের দেশে ফুটবলের ভক্ত কম নেই। পশ্চিমবঙ্গ ও কেরলে ফুটবল জ্বর চলছে। প্রকৃতপক্ষে, পশ্চিমবঙ্গের মানুষ ফুটবল এবং বিশেষ করে লিওনেল মেসির প্রতি অনুরাগী, তার আভাস আরও একবার দেখা গেল। মেসি আর এমবাপের লড়াই তাই এবার মিষ্টির পাতেও।।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Argentina Sweets: মেসির মন জয়ে নীল-সাদা রসগোল্লা ফেলু মোদকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল