সোমবার বিকেল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান এমিলিয়ানো মার্টিনেজ। দুই দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মার্টিনেজের। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাসের ছবিও ধরা পরে এদিন। কলকাতায় এসে মার্টিনেস জানান, “আমি সত্যিই দারুণ আনন্দিত এখানে এসে। ভারতে আসা এটি একটি স্বপ্ন ছিল। আমি ভারতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি এখানে আসতে পেরে খুশি।”
advertisement
শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছেন মার্টিনেজ। মঙ্গলবার থেকে শুরু তার মূল কর্মসূচি। মঙ্গলের দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের গল্প শোনাবেন তিনি। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারকটি তুলে দেওয়া হবে তার হাতে।
পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করার কথা তাঁর। ৫ই জুলাই, শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তাঁর। ফলে আগামি ২ দিন যে কলকাতা মার্টিনেজময় থাকবে তা বলাই যায়।