TRENDING:

আর্জেন্টিনা এবং উরুগুয়ের জন্য কাতারে এল ১৮০০ কেজি বিশেষ সুস্বাদু মাংস

Last Updated:

Argentina and Uruguay football team lands in Qatar with 1800 kgs of home grown delicious meat. বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে মেসিদের ভরসা আর্জেন্টিনার সুস্বাদু মাংস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: কাতারে স্পেন ফুটবল দল একদিন আগেই সমস্যায় পড়েছিল নিজেদের প্রিয় খাবার আনতে না পেরে। পর্ক এবং এক ধরনের বিশেষ ওয়াইন স্প্যানিশদের খুব প্রিয়। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কাতারেও পর্ক এবং মদ নিষিদ্ধ। অতি কষ্টে বিয়ার পানের অনুমতি পাওয়া গেছে। তবে এই ভুল করতে আর রাজি নয় আর্জেন্টিনা এবং উরুগুয়ে। তারা নিজেদের দেশ থেকেই বিশেষ ধরনের সুস্বাদু মাংস নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে এসেছে।
দেশ থেকেই মাংস নিয়ে পৌঁছল আর্জেন্টিনা, উরুগুয়ে
দেশ থেকেই মাংস নিয়ে পৌঁছল আর্জেন্টিনা, উরুগুয়ে
advertisement

আরও পড়ুন - ফুটবল বিশ্বকাপে কোচদের মাইনে জানেন? তিতে, সাউথগেটরা কম যান না ফুটবলারদের থেকে

বিভিন্ন কাটিংয়ের মাংস এবং সসেজ দিয়ে তৈরি একধরনের খাবারের নাম ‘আসাদো’। যা আর্জেন্টিনায় খুবই জনপ্রিয়। বিশ্বকাপ খেলতে লিওনেল মেসিরা কোনো দেশে যাবেন আর সঙ্গে ‘আসাদো’ থাকবে না, তা কী করে হয়! ৯০০ কেজি মাংস আনা হচ্ছে কাতারে। শুধু আর্জেন্টিনার ফুটবলারদের জন্যই নয়, একই মেন্যু এবং একই ধরনের খাবারের জন্য উরুগুয়ে থেকেও ২০০০ পাউন্ড মাংস আনা হচ্ছে কাতারে লুইস সুয়ারেজদের ক্যাম্পে।

advertisement

নিজ নিজ দেশ থেকে রাঁধুনি (শেফ), রন্ধনপ্রনালির যাবতীয় অনুসঙ্গও আনিয়ে নিচ্ছে দোহায়। বিশ্বকাপজুড়ে দোহায় বসেই ঘরের খাবারের স্বাদ উপভোগ করবেন মেসি-সুয়ারেজরা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও তাদের খাবার ‘আসাদো’ নিয়ে কথা বলেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি জানান, এই একটি খাবার পুরো দলকে একতাবদ্ধ রাখে। তিনি বলেন, আমার সেরা (ফেবারিট) খাবারই হল আসাদো। কিন্তু সেটা প্রিয় অবস্থা যেন কাতারে এসে আরো বেশি। এটা যেন আমাদের দলের মধ্যে একতা তৈরিতে দারুণ এক পরিবেশ সৃষ্টি করে। তবে কোন ফুটবলারের কতটা মাংস প্রয়োজন সেটা ঠিক করে দেবেন আমাদের ডাইটটিশিয়ানরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনা এবং উরুগুয়ের জন্য কাতারে এল ১৮০০ কেজি বিশেষ সুস্বাদু মাংস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল