TRENDING:

রোনাল্ডোর ব্যর্থতার দিনে উজ্জ্বল মেসি ! কোপার শেষ চারে আর্জেন্টিনা

Last Updated:

আর্জেন্টিনা- ৪ (হিগুয়েন-৮', ২৮' , মেসি-৬০', লামেলা- ৭১' ) ভেনেজিয়েলা- ১ ( রন্ডন- ৭০')

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর্জেন্টিনা- ৪ (হিগুয়েন-৮', ২৮' , মেসি-৬০', লামেলা- ৭১' )
advertisement

ভেনেজিয়েলা- ১ (  রন্ডন- ৭০')

#ম্যাসাচুসেটস: কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ ! এই প্রবাদ এখন বিশ্ব ফুটবলের ক্ষেত্রেও যথাযথ ৷ প্রত্যেকের একসঙ্গে তো আর পৌষমাস চলতে পারে না ৷ রোনাল্ডো এবং মেসির ক্ষেত্রেও তাই ৷ ইউরোয় পরপর দু’টো ম্যাচে যেখানে চূড়ান্ত ব্যর্থ রোনাল্ডো ৷ সেখানে প্রায় প্রতি ম্যাচেই মাঠে নেমে জাদু দেখাচ্ছেন মেসি ৷ রবিবার কোয়ার্টার ফাইনালেও সেই ধারা অব্যাহত থাকল ৷ ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা ৷

advertisement

ভেনেজুয়েলা কখনই তেমন শক্তিশালী প্রতিপক্ষ নয় ৷ কোয়ার্টার ফাইনালে তাই সবদিক থেকেই ফেভারিট ছিলেন মেসিরাই ৷ মাঠে নেমে সেটা এদিন প্রমাণও করলেন তাঁরা ৷ ম্যাচের ৮ মিনিটের মধ্যেই প্রথম গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন হিগুয়েন ৷ এরপর ২৮ মিনিটে তাঁর দ্বিতীয় গোল ৷ প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় আর্জেন্টিনা ৷

advertisement

এদিন প্রথম থেকেই মেসিকে খেলান আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্টিনো ৷ বল পজেশনের দিক থেকে ভেনেজুয়েলা (৬৩ শতাংশ) অনেক বেশি এগিয়ে থাকলেও গোলের মুখে যেতেই খেই হারিয়ে ফেলছিল তারা ৷ দ্বিতীয়ার্ধেই দেখা যায় মেসি চমক ৷ ৬০ মিনিটের মাথায় একটি গোল করতেও ভুল করেননি তিনি ৷ এর দশ মিনিটের মধ্যে রন্ডন ভেনেজুয়েলার হয়ে একটি গোল শোধ করলেও ঠিক পরের মিনিটেই চতুর্থ গোলটি করে ফেলেন লামেলা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোর ব্যর্থতার দিনে উজ্জ্বল মেসি ! কোপার শেষ চারে আর্জেন্টিনা