বলিভিয়া: ০
#ওয়াশিংটন: প্রথম তিরিশ মিনিটেই তিন গোল ! ব্যস ম্যাচ শেষ ওখানেই। আর্জেন্টিনার বিরুদ্ধে বুধবার মাথা তুলে দাঁড়াতেই পারল না বলিভিয়া। মেসি-দি মারিয়াকে ছাড়াই বলিভিয়াকে ছিঁড়ে খেল লা আলবিসেলেস্তে। এলএম টেন যখন মাঠে এলেন ততক্ষণে স্কোরলাইন আর্জেন্টিনা ৩ বলিভিয়া ০। স্কোরার তালিকায় নাম তুলে ফেলেছেন লামেলা, লাভেজ্জি এবং কুয়েস্তা।
advertisement
আর্জেন্টিনা সমর্থকরা নিশ্চয় খুশি হবেন এটা ভেবেই যে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপার কোয়ার্টারে উঠেছে আর্জেন্টিনা। সামনে এবার ভেনেজুয়েলা।
গ্রুপ পর্যায় শেষ। শতর্বষের কোপায় এবার শেষ আটের লড়াই। সেরার দৌড় ক্রমশ কঠিন হওয়ার পথে। ব্রাজিল ছিটকে যাওয়ার পর কোপার কোয়ার্টারের ছবিটা কীরকম, সেটা একবার দেখে নেওয়া যাক।
কোপার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
১৭ জুন সকাল ৭টা ইউএসএ বনাম ইকুয়েডর১৮ জুন সকাল ৫.৩০ পেরু বনাম কলম্বিয়া
১৯ জুন ভোর ৪.৩০ আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা
১৯ জুন সকাল ৭.৩০ মেক্সিকো বনাম চিলি
গোল পার্থক্যে গ্রুপ এ-র টেবিল টপার হয়ে শেষ আটে গ্রুপ বি-র রানার্স ইকুয়েডরের সামনে ক্লিন্সম্যানের আমেরিকা। ওই গ্রুপে দ্বিতীয় হয়ে হামেস রদরিগেজের কলম্বিয়া কোয়ার্টারে মুখোমুখি ‘সাম্বা কিলার’ পেরুর সামনে।
‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে লিও মেসির আর্জেন্টিনা। সামনে এবার অপেক্ষাকৃত দুর্বল দল ভেনেজুয়েলা। ‘সি’ গ্রুপে সেরা হয়ে কোয়ার্টারে পৌঁছেছে চিচারাতোর মেক্সিকো। শেষ আটের লড়াইয়ে মেক্সিকোর প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি।
আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের ঝলক একবার দেখে নিন নীচের ভিডিওয়ে ৷