টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে আছে বটে যদিও তবে সেটা তো অস্ট্রেলিয়া। তাহলে শহর কলকাতায় ভারত-পাকিস্তান ক্রিকেটের মহারণ কীভাবে হবে? আপনার প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই হ্যাঁ, হবে। ভারত- পাকিস্তানের ম্যাচ ১৭ই অক্টোবর ইডেনে হবে। তাহলে এবার আপনার মাথায় আসবে মহিলা ক্রিকেটের কোন ম্যাচ? এর উত্তরও হ্যাঁ। কিন্তু এই ম্যাচের আয়োজন বিসিসিআই নয়। তবে আর হেঁয়ালি নয়। আসলে ইডেনে সোমবার ভারত-পাকিস্তানের ম্যাচের আয়োজক অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজ। আশা করি এবার একটু পরিষ্কার হচ্ছে। এই ভারত-পাকিস্তান ম্যাচ রিয়্যাল নয় রিল। পুরোটাই শ্যুটিং। ক্যামেরার সামনে ক্রিকেট খেলতে দেখা যাবে বিরাট পত্নীকে।
advertisement
এইবার অনেকটা পরিষ্কার হবে উত্তরটা আশা করা যায়। আসলে ঝুলন গোস্বামীর বায়োপিকের শ্যুটিংয়ের জন্য একটি ম্যাচ একটি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ইডেনে আয়োজন করা হচ্ছে। দু'দেশের জার্সি পরেই খেলবেন শিল্পীরা। আসলে ইতিমধ্যেই সবাই জানেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরি হচ্ছে। টিভির পর্দায় ঝুলন গোস্বামী হিসেবে দেখা যাবে বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মাকে। ঝুলনের বায়োপিকের কাজ অনেকটাই তৈরি বলে খবর। তবে ম্যাচের একটা ক্লাইম্যাক্স দৃশ্য শুটিং বাকি। সেই ম্যাচের দৃশ্যই শ্যুটিং হবে ১৭ অক্টোবর।
ইতিমধ্যেই প্রোডাকশন হাউজের পক্ষ থেকে ইডেনে রেইকি করা হয়েছে। ১৬ তারিখও ম্যাচের মহড়া হবে। ১৬ এবং ১৭ তারিখ দু’দিনই ইডেনে উপস্থিত থাকবেন অনুষ্কা শর্মা। মা হওয়ার পর অনুষ্কার প্রথম পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে চাকদহ এক্সপ্রেসের হাত ধরে। ইতিমধ্যেই ঝুলনের মতো করে বোলিং করতে দেখা গেছে অনুষ্কাকে একাধিকবার। চাকদহ থেকে ঝুলন গোস্বামী উঠে আসার গল্পের বেশিরভাগ অংশটি ইতিমধ্যেই মুম্বইয়ে স্টুডিওতে হয়েছে শ্যুটিং। বিদেশের মাটিতেও শ্যুটিং হওয়ার কথা। এর আগেও ঝুলন গোস্বামীর বায়োপিকের টিজার শুটিং হয়েছে ইডেনে। সেই সময় অনুষ্কা শর্মার সঙ্গে ঝুলন গোস্বামী নিজে উপস্থিত ছিলেন। তবে এবারের শুটিংয়ে সম্ভবত ঝুলন থাকতে পারবেন না বলেই খবর।
বাংলা মহিলাদের সিনিয়র ক্রিকেট দলের সঙ্গে মেন্টার হিসেবে রয়েছেন ঝুলন। প্রোডাকশনের পক্ষ থেকে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছে কোন পিচে ম্যাচের শ্যুটিং সম্পন্ন হবে। বিরাট কোহলি যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যস্ত তখন কলকাতায় শুটিং করার জন্য শহরে আসছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা। প্রাথমিকভাবে গত ১১ তারিখ শ্যুটিংয়ের তারিখ ঠিক থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু দিন কয়েকের অপেক্ষা, তারপরেই ইডেনে লাইট ক্যামেরা অ্যাকশন। বল হাতে ছুটতে দেখা যাবে পর্দার ঝুলন গোস্বামীকে। ছবির শ্যুটিং ঘিরে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে ইডেন জুড়ে।