অনুষ্কা রবিবার একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে যে একটি ছোট এবং একটি বড় পায়ের ছাপ রয়েছে, নীচে লেখা ‘হ্যাপি ফাদার্স ডে’। ছবির ক্যাপশানে অনুষ্কা লিখেছেন, “কী ভাবে এক জন মানুষ এত কিছুতে পারদর্শী হতে পারেন! আমরা তোমায় ভালবাসি বিরাট”।
আরও পড়ুন: বিশ্বকাপের সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ কবে? কার সঙ্গে? বৃষ্টি বদলে দিল হিসেব
ছবিটি পোস্ট করার পরেই ভাইরাল হয়ে যায়। একজন কমেন্টে লেখেন, “সেরা ব্যাটসম্যান, সেরা স্বামী এবং এখন সেরা বাবা”। প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বিরুষ্কা। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে বিরাট এবং অনুষ্কার ঘরে আসেন ভামিকা। তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রাখেন অকায়। যদিও এখনও তাঁদের পুত্র সন্তান অকায়ের মুখ দেখেননি ভক্তেরা। তাঁদের প্রথম সন্তান ভামিকার বেশ কিছু সমাজমাধ্যমে বিভিন্ন সময়ে ভাইরাল হলেও তাঁরা তাদের ভামিকাকে সমাজমাধ্যম থেকে দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন।