ছবিটি নতুন নাকি পুরনো তা বলা যাচ্ছে না। তবে এই ছবিতে তাঁকে একেবারে ফিট দেখাচ্ছে। অনুষ্কার ছবি দেখার পর তাঁর ভক্তদের প্রতিক্রিয়াও আসতে শুরু করে। ছবিগুলো দেখার পর অনেকেই বলছেন, অনুষ্কার চেহারায় কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন- মাত্র ৪৮-এই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, থেমে গেল পথ চলা
advertisement
এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে অকায়ের জন্মের। কিন্তু এতদিন অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় একটিও পোস্ট করেননি। এবার ২৮ মার্চ অভিনেত্রী একটি ছবি পোস্ট করার সাথে সাথেই সবাই সেটি দেখতে আগ্রহী হয়ে ওঠেন। এই ছবিতে তাঁকে খুবই ফিট দেখাচ্ছে।
অনুষ্কা শর্মার এই ছবিটির একটি বিজ্ঞাপনের সাথে সম্পর্ক রয়েছে। যেখানে তাঁকে একটি ফোনের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। সব মিলিয়ে ছেলে অকায়ের জন্মের পর কাজে মন দিতে শুরু করেছেন তিনি। তাঁর প্রমাণ এই বিজ্ঞাপন। তাঁকে সাদা শার্ট ও নীল জিন্সে দেখা যাচ্ছে।
অন্যদিকে আইপিএলে ফিরেছেন বিরাট কোহলি। অনেকে অনুষ্কার ওই পোস্টে কমেন্ট করেছেন, তাঁরা সবাই তাঁকে স্টেডিয়ামে মিস করেন। আরসিবির ম্যাচে তাঁকে গ্যালারিতে দেখার জন্য আবদার করেন অনেকে। একজন লিখেছেন, ‘আপনি একইরকম আছেন।’
এক ভক্ত এমনও বলেছেন, বিশ্বাস করা যায় না যে তিনি দুই সন্তানের মা এখন। অনুষ্কা শর্মা ২০ ফেব্রুয়ারি, ২০২৪-এ ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেষবার। পুত্র সন্তানের জন্মের কথা বলেছিলেন সেদিন।
আরও পড়ুন- করিনা একাই একশো, যথার্থ সঙ্গ দিয়েছেন কৃতি এবং টাবু… কেমন হল ক্রু?
১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি এবং তিনি দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছিলেন। জানা যায়, তাঁদের ছেলের জন্ম হয়েছে লন্ডনে। শিগগিরই তিনি ভারতে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। কারণ ভামিকার এখন ৩ বছর বয়স। এবার সে স্কুলে ভর্তি হবে।