TRENDING:

Chakda Xpress: অনুষ্কা শর্মার জীবনের শেষ সিনেমা! চাকদহ এক্সপ্রেস মুক্তি পাচ্ছে না কেন? আসল কারণ জানলে অবাক হয়ে যাবেন

Last Updated:

Chakda Xpress: অনুষ্কা শর্মার কেরিয়ারের শেষ সিনেমা এটি। তবে সেই সিনেমা মুক্তির আলো দেখছে না এতদিন ধরে। সেই চাকদা এক্সপ্রেস সিনেমা এবার মুক্তি পেতে পারে বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কলকাতা : সাত বছরেরও বেশি সময় ধরে অপেক্ষাঅনেকেই বলছেন, অনুষ্কা শর্মার কেরিয়ারের শেষ সিনেমা এটিতবে সেই সিনেমা মুক্তির আলো দেখছে না এতদিন ধরেঅভিনেত্রী অনুষ্কা শর্মাকে এখন আর পর্দায় দেখা যায় না। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে জিরো সিনেমায়

advertisement

এর পর অভিনেত্রী ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করেছিলেন। তবে সেই সিনেমার শুটিং ২০২২ সালে শেষ হলেও এত বছর ধরে ছবিটি মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে ছবি? তা নিয়ে নানা জল্পনার শেষ নেই৷ এবার শোনা যাচ্ছে, সেই ছবি নাকি মুক্তি পেতে পারে!

advertisement

এবার জানা যাচ্ছে, নির্মাতারা এখন ছবিটি মুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে। চাকদা এক্সপ্রেসের নির্মাতারা নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে তাদের সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন। “আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখেছি যাতে তারা দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে ছবিটি আলোর মুখ দেখতে পারে কিনা তা দেখতে। ঝুলন দির মতো একজন কিংবদন্তির জীবনী দর্শকদের কাছে পৌঁছানোর যোগ্য,’ পোর্টালের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র দাবি করেছে।

advertisement

আরও পড়ুন- বিশ্বকাপ জয়ের কান্ডারিকে কুর্নিশ পশ্চিমবঙ্গ পুলিশের, নতুন ডিএসপিকে পেয়ে খুশির জোয়ার

এখন প্রশ্ন হল, কেন মুক্তি পাচ্ছে না সিনেমা! যতদূর জানা যাচ্ছে, নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা ছিল এই ছবির। তবে আচমকাই ছবির মুক্তি পিছোতে শুরু করেজানা যায়, ছবির টিমের সঙ্গে নেটফ্লিক্সের নানা বিষয়ে মতানৈক্য শুরু হয়আর তার জেরেই বারবার পিছিয়ে যেতে থাকে সিনেমার মুক্তিযদিও ভারতীয় মহিলা ক্রিকেটদল এবার বিশ্বকাপ জিততেই এই ছবির মুক্তি নিয়ে আচমকা আলোচনা শুরু হয় আবার। 

advertisement

বাংলার মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীর লড়াইভারতীয় ক্রিকেটে উঠে আসার গল্প জানা যাবে এই সিনেমার মাধ্যমে। 

সেরা ভিডিও

আরও দেখুন
ভারতের মহিলা ক্রিকেট দলে সচিন! তাও আবার বাঙালি! অনেকেই চেনেন না তাঁকে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
Chakda Xpress: অনুষ্কা শর্মার জীবনের শেষ সিনেমা! চাকদহ এক্সপ্রেস মুক্তি পাচ্ছে না কেন? আসল কারণ জানলে অবাক হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল