কলকাতা : সাত বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা। অনেকেই বলছেন, অনুষ্কা শর্মার কেরিয়ারের শেষ সিনেমা এটি। তবে সেই সিনেমা মুক্তির আলো দেখছে না এতদিন ধরে। অভিনেত্রী অনুষ্কা শর্মাকে এখন আর পর্দায় দেখা যায় না। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে জিরো সিনেমায়।
advertisement
এর পর অভিনেত্রী ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করেছিলেন। তবে সেই সিনেমার শুটিং ২০২২ সালে শেষ হলেও এত বছর ধরে ছবিটি মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে ছবি? তা নিয়ে নানা জল্পনার শেষ নেই৷ এবার শোনা যাচ্ছে, সেই ছবি নাকি মুক্তি পেতে পারে!
এবার জানা যাচ্ছে, নির্মাতারা এখন ছবিটি মুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে। চাকদা এক্সপ্রেসের নির্মাতারা নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে তাদের সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন। “আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখেছি যাতে তারা দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে ছবিটি আলোর মুখ দেখতে পারে কিনা তা দেখতে। ঝুলন দির মতো একজন কিংবদন্তির জীবনী দর্শকদের কাছে পৌঁছানোর যোগ্য,’ পোর্টালের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র দাবি করেছে।
আরও পড়ুন- বিশ্বকাপ জয়ের কান্ডারিকে কুর্নিশ পশ্চিমবঙ্গ পুলিশের, নতুন ডিএসপিকে পেয়ে খুশির জোয়ার
এখন প্রশ্ন হল, কেন মুক্তি পাচ্ছে না সিনেমা! যতদূর জানা যাচ্ছে, নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা ছিল এই ছবির। তবে আচমকাই ছবির মুক্তি পিছোতে শুরু করে। জানা যায়, ছবির টিমের সঙ্গে নেটফ্লিক্সের নানা বিষয়ে মতানৈক্য শুরু হয়। আর তার জেরেই বারবার পিছিয়ে যেতে থাকে সিনেমার মুক্তি। যদিও ভারতীয় মহিলা ক্রিকেটদল এবার বিশ্বকাপ জিততেই এই ছবির মুক্তি নিয়ে আচমকা আলোচনা শুরু হয় আবার।
বাংলার মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীর লড়াই ও ভারতীয় ক্রিকেটে উঠে আসার গল্প জানা যাবে এই সিনেমার মাধ্যমে।
