TRENDING:

ISL 2016: ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক চান হাবাস

Last Updated:

ঘরের মাঠে তিনটে ম্যাচে জয়ের হ্যাটট্রিক চাইছে টিম হাবাস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: তিনি নিজে এখনও সাসপেন্ড ৷ তাই ম্যাচ চলাকালীন ফুটবলারদের সঙ্গে বেঞ্চে বসতে পারছেন না ৷  কিন্তু তিনি যে মাঠের বাইরে থেকেও কামাল করতে পারেন, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে গোয়ার বিরুদ্ধে ম্যাচে ৷ হাবাসের পুণে সিটি এফ সি কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে টুর্নামেন্টে ৷ ঘরের মাঠে এরপর তিনটে ম্যাচ পরপর খেলবে হাবাসের দল ৷ আজ নর্থ ইস্টের বিরুদ্ধে ৷ এরপর ১৭ অক্টোবর কেরালা এবং চেন্নাইয়ান এফ সি-র বিরুদ্ধে ২৩ অক্টোবর খেলবে পুণে সিটি এফ সি ৷ তাই ঘরের মাঠে তিনটে ম্যাচে জয়ের হ্যাটট্রিক চাইছে টিম হাবাস ৷
advertisement

জিকোর টিমকে হারানোর পরে যে প্রবল আত্মবিশ্বাস নিয়ে ফিরেছে টিম, সেটা ধরে রাখতে মরিয়া হাবাস। শুধু তাই নয়, ঘরের মাঠে টানা তিনটে ম্যাচ থেকে ন’পয়েন্টের এক পয়েন্ট কম পেলেও, সেটাকে হারের সমতূল্য বলে মনে করতে চান পুণে কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এই তিনটে ম্যাচ জিতলে শেষ চারে ওঠার অঙ্ক অনেকটাই সহজ হবে বলে মনে করছেন এটিকে-র প্রাক্তন কোচ ৷ অ্যাটলেটিকোর হয়ে গত দু’বছরে অনেক সাফল্য পেয়েছেন ৷ পুণে সিটিতেও তাঁকে ঘিরে অনেক আশা ফ্র্যাঞ্চাইজির ৷ হৃত্বিক রোশনের দল তাই এবছর কী ফল করে, সেটাই দেখার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2016: ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক চান হাবাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল