আরও পড়ুন: পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে শুরু তুষারপাত! গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন এই জায়গায়
দুর্নীতি দমন কমিশনের আধিকারিক মাহমুদুল হাসান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন ক্রিকেট লিগের নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতি সংক্রান্ত অভিযোগ নিয়ে আজ আমরা তদন্ত করতে এসেছি। অবৈধ লেনদেন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের আছে, সেগুলি নিয়েই তদন্ত করা হবে।
advertisement
পাশাপাশি তিনি আরও বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল, বিশেষ করে ২০২৩ সালের তৃতীয় ডিভিশনের কোয়ালিফাইং রাউন্ড পর্বের দল নির্বাচনের বিষয়ে। আগে প্রতি বছর আবেদন ফি ছিল ৫ লাখ টাকা। তখন মাত্র দুই বা তিনটি দল আবেদন করত, সেখান থেকে এক বা দুটি দল নির্বাচিত হত। এবার, যখন ফি কমিয়ে ১ লাখ টাকা করা হয়, তখন ৬০টি দল আবেদন করেছে। আমরা নথি সংগ্রহ করেছি এবং এবার এই বিষয়গুলি যাচাই এবং তদন্ত করব। “
আরও পড়ুন: রাজ্যের বহু ট্রেনের সূচিতে বড় পরিবর্তন! বাতিল দুটি ট্রেন, রুট বদল আরও ৫ ট্রেনের
পাশাপাশি রয়েছে টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির বিষয়ও। ওই আধিকারিক জানান, BPL এর ৩য় থেকে ১০ম মৌসুম পর্যন্ত BCB টিকিট বিক্রি থেকে আয় করেছিল। দেখানো হয়েছিল যে সেই আট মরশুমে টিকিট বিক্রি করে আয় হয় ১৫ কোটি টাকা। কিন্তু ১১তম মৌসুমে, যখন BCB নিজেরাই টিকিট বিক্রি করেছিল, তখন আয় প্রায় ১৩ কোটি টাকা রিপোর্ট করা হয়েছিল।