TRENDING:

Bangladesh cricket: আইপিএল নিয়ে হইচইয়ের মধ্যেই বিপিএলে সীমাহীন দুর্নীতির অভিযোগ! বাংলাদেশ ক্রিকেটে তুলকালাম

Last Updated:

Bangladesh cricket: এবার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (এপ্রিল ১৫) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এর সদর দফতরে দুর্নীতি দমন কমিশন (ACC) এর কর্মকর্তারা অভিযানে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: এবার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (এপ্রিল ১৫) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এর সদর দফতরে দুর্নীতি দমন কমিশন (ACC) এর কর্মকর্তারা অভিযানে যান। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ACC-র একটি বিশেষ তিন সদস্যের দল মঙ্গলবার দুপুর ১২টার দিকে BCB সদর দফতরে অভিযান চালায়।
বাংলাদেশ ক্রিকেটে তুলকালাম
বাংলাদেশ ক্রিকেটে তুলকালাম
advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে শুরু তুষারপাত! গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন এই জায়গায়

দুর্নীতি দমন কমিশনের আধিকারিক মাহমুদুল হাসান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন ক্রিকেট লিগের নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতি সংক্রান্ত অভিযোগ নিয়ে আজ আমরা তদন্ত করতে এসেছি। অবৈধ লেনদেন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের আছে, সেগুলি নিয়েই তদন্ত করা হবে।

advertisement

পাশাপাশি তিনি আরও বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল, বিশেষ করে ২০২৩ সালের তৃতীয় ডিভিশনের কোয়ালিফাইং রাউন্ড পর্বের দল নির্বাচনের বিষয়ে। আগে প্রতি বছর আবেদন ফি ছিল ৫ লাখ টাকা। তখন মাত্র দুই বা তিনটি দল আবেদন করত, সেখান থেকে এক বা দুটি দল নির্বাচিত হত। এবার, যখন ফি কমিয়ে ১ লাখ টাকা করা হয়, তখন ৬০টি দল আবেদন করেছে। আমরা নথি সংগ্রহ করেছি এবং এবার এই বিষয়গুলি যাচাই এবং তদন্ত করব। “

advertisement

আরও পড়ুন: রাজ্যের বহু ট্রেনের সূচিতে বড় পরিবর্তন! বাতিল দুটি ট্রেন, রুট বদল আরও ৫ ট্রেনের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি রয়েছে টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির বিষয়ও। ওই আধিকারিক জানান, BPL এর ৩য় থেকে ১০ম মৌসুম পর্যন্ত BCB টিকিট বিক্রি থেকে আয় করেছিল। দেখানো হয়েছিল যে সেই আট মরশুমে টিকিট বিক্রি করে আয় হয় ১৫ কোটি টাকা। কিন্তু ১১তম মৌসুমে, যখন BCB নিজেরাই টিকিট বিক্রি করেছিল, তখন আয় প্রায় ১৩ কোটি টাকা রিপোর্ট করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh cricket: আইপিএল নিয়ে হইচইয়ের মধ্যেই বিপিএলে সীমাহীন দুর্নীতির অভিযোগ! বাংলাদেশ ক্রিকেটে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল