আর এই টেস্টে যত ড্রয়ের সম্ভাবনা বাড়ছে, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ততই সিংহাসন পাওয়ার দিকে এগোচ্ছে পাকিস্তান। বর্তমান র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মিসবারা। এই টেস্ট বিরাট কোহলিরা জিততে না পারলে ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২-২ ড্রয়ের সুবাদে পাকিস্তানের এই প্রথম টেস্টে এক নম্বর স্থান পাবে ৷
টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৬২ রানের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয় ৷ তারপর থেকে আর এক বলও খেলা সম্ভব হয়নি ৷
advertisement
এদিকে রঞ্জির প্রস্তুতিতে বাংলার বিরুদ্ধে খেলবে মুম্বই। সেপ্টেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হবে চার দিনের দুটি ম্যাচ। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য ইডেন পাওয়া যাবে না। তাই সিএবি চায় সল্টলেকে ম্যাচ আয়োজন করতে। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সঙ্গেও মহড়া ম্যাচ নিয়ে আলোচনা চালাচ্ছে সিএবি। শনিবার প্রাক-মরশুম কেএসসিএ টুর্নামেন্ট জেতা ফেরা বাংলা দলের সম্মানে হাই-টির আয়োজন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে এই প্রথম স্থানীয় ক্রিকেট থেকে সিনিয়র দলে নতুন মুখ খুঁজতে অভিনব উদ্যোগ। ক্লাব ক্রিকেটে ৫০০-র বেশি রান আর মরশুমে ২০-র বেশি উইকেটপ্রাপকদের ডাকা হচ্ছে বিশেষ ট্রায়ালে। নির্বাচিত হলে সিনিয়র রঞ্জি দলের জন্য গঠিত ২২ জনের পুলে জায়গা পাবেন সেইসব ক্রিকেটাররা।