পাঁচ বছরের চুক্তিতে হুয়ান ফেরান্দোর শিবিরে আসতে পারেন জাতীয় দলের অন্যতম সেরা মিডিও। চেন্নাইয়ান এফসি’র সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে অনিরুদ্ধর। দক্ষিণের ফ্র্যাঞ্চাইজির কর্ণধারের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক। তবু দীর্ঘদিন ধরেই তাঁকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সূত্রের খবর, অবশেষে অনিরুদ্ধ থাপাকে বিক্রি করতে রাজি হয়েছে চেন্নাই।
advertisement
মৌখিক কথাবার্তা চূড়ান্ত হলেও সই এখনও বাকি। পদ্ধতিগত প্রক্রিয়া শেষ হলেই মোহন বাগানের চুক্তিতে সই করবেন তিনি। এএফসি কাপে খাতায় কলমে অন্যতম সেরা দলই স্প্যানিশ কোচের হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের কর্তারা। একটা সময় পর্যন্ত লেফট-ব্যাক আকাশ মিশ্রর সঙ্গে অনিরুদ্ধ থাপাকে পেতে সবুজ-মেরুনের সঙ্গে পাল্লা দিচ্ছিল মুম্বই সিটি।
হায়দরাবাদের আকাশ এখনও কোনও দলেই সই করেননি। জানা গিয়েছে, বাকিংহ্যামের প্রশিক্ষণাধীন মুম্বই সিটিতে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, চেন্নাইয়ান মিডফিল্ডারটিকে পাওয়ার ব্যাপারে মুম্বইকে টেক্কা দিয়ে এগিয়ে মোহনবাগান। এর আগে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংসকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন।
এবার তাদের প্রাইম টার্গেট দেরাদুনের ফুটবলারটি। ভারতের জার্সিতে এখনও পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। থাপা প্রচুর পরিশ্রম করতে পারেন এবং সঠিক পাস বাড়াতে পারেন।
২৪ বছরের এই মিডফিল্ডার এই মুহূর্তে দেশের অন্যতম সেরা তার ফুটবল বুদ্ধির জন্য। চেহারা ছোটখাটো হলেও অনিরুদ্ধ লড়াকু ফুটবলার। এখন দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগানে আসেন কিনা থাপা।