দক্ষিণের ফ্র্যাঞ্চাইজির কর্ণধারের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক। তবু দীর্ঘদিন ধরেই তাঁকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সূত্রের খবর, অবশেষে অনিরুদ্ধ থাপাকে বিক্রি করতে রাজি হয়েছে চেন্নাই। এএফসি কাপে খাতায় কলমে অন্যতম সেরা দলই স্প্যানিশ কোচের হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের কর্তারা।
আরও পড়ুন – মহিলা ক্রিকেট দলের কোচ নেই ৬ মাস! বিরাটদের নিয়েই ব্যস্ত বোর্ড
advertisement
এর আগে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংসকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। থাপা জানিয়েছেন তার কাছে মুম্বই এফসির প্রস্তাব থাকলেও সব সময় সমর্থকদের ভালোবাসা পেতে চেয়েছেন তিনি। মজা করে বলেছেন মুম্বইয়ের থেকে বেশি সমর্থক রয়েছে তার পাড়ার ক্লাবে। মোহনবাগান তার স্বপ্নের ক্লাব। সবুজ মেরুন জার্সি ছোটবেলা থেকেই গায়ে দেওয়া লক্ষ্য ছিল।
এই মুহূর্তে ভারতের জার্সিতেও অনিরুদ্ধকে ছাড়া দল ভাবা যায় না। বক্স টু বক্স তার মত ফুটবলার এই মুহূর্তে দেশে খুব বেশি নেই। তাই আইএসএল চ্যাম্পিয়ন দলে এসে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন থাপা। ডার্বি খেলা তার কাছে বিরাট ব্যাপার হতে চলেছে জানিয়ে দিয়েছেন অনিরুদ্ধ।