শ্রীলঙ্কার অলরাউন্ডার এখন দাবি করেছেন, তাঁকে আউট দেওয়ার সিদ্ধান্ত ছিল ভুল। সময় থাকতেই তিনি মাঠে চলে এসেছিলেন। ম্যাথিউস তার ‘প্রমাণ’ দিয়েছেন।
সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টাইম আউট নিয়ে প্রবল বিতর্ক হয়। যার পরে বাংলাদেশী অধিনায়ক শাকিব আল হাসান দাবি করেন, তিনি যা করেছেন ঠিকই করেছেন। তিনি ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করেননি।
advertisement
আরও পড়ুন- মাঠে নামলেই চোখের তলায় পরতেন গাঢ় রঙের স্টিকার; কেন এমনটা করতেন চন্দ্রপল ?
‘প্রমাণ’ দিয়ে ম্যাথুস বলেছেন, তাঁর হেলমেটে স্ট্র্যাপে সমস্যা হয়েছিল। তবে তখনও পাঁচ সেকেন্ড বাকি ছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে নিজেকে ‘নির্দোষ’ বলে প্রমাণ দিয়েছেন ম্যাথিউস।
ম্যাথুস লিখেছেন, ‘এখানে চতুর্থ আম্পায়ার ভুল করেছেন। ভিডিও প্রমাণ। এটা থেকে পরিষ্কার, হেলমেটে সমস্যা হওয়ার আগে আমার কাছে তখনও ৫ সেকেন্ড বাকি ছিল। চতুর্থ আম্পায়ার কি দয়া করে এই ভুল সংশোধন করবেন? আমি যা বলতে চাইছি তা হল, হেলমেট না পরে তো আমি কোনো বোলারের মুখোমুখি হতে পারি না।
এই ‘প্রমাণে’ ম্যাথুস দেখিয়েছেন সাদিরা সামারাবিক্রমার আউটের পর হেলমেট নিয়ে তার সমস্যা। এই দুটি ঘটনার মধ্যে সময়ের পার্থক্য দেখানো হয়েছে সেই ভিডিওতে।
চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের অবশ্য ভিন্ন মত ছিল। তিনি বলেন, ম্যাথিউসের হেলমেট সমস্যা করার আগেই দুই মিনিটের সময়সীমা পেরিয়ে যায়।
আরও পড়ুন- কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! অপেক্ষায় কলকাতা
হোল্ডস্টক বলেন, ‘একজন ব্যাটসম্যানের দায়িত্ব, মাঠে যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া। ব্যাটারকে দুই মিনিটের মধ্যে বল খেলতে প্রস্তুত হতে হবে।
ম্যাথিউজ আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ক্রিকেটার। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে ম্যাচের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা করমর্দন পর্যন্ত করেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথুস বলেন, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আচরণ ভাল ছিল না।