TRENDING:

Andriy Shevchenko: যুদ্ধে ছারখার দেশ, শিশুদের বাঁচাতে ঝাঁপাবেন ইউক্রেনের সর্বকালের সেরা ফুটবলার শেভচেঙ্কো

Last Updated:

Andriy Shevchenko: ইউক্রেনের সর্বকালের সেরা ফুটবলার তিনি। শেভচেঙ্কো এই যুদ্ধের সময় দেশের মানুষের জন্য কী করবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইউক্রেনের সর্বকালের সেরা ফুটবলার তিনি। আন্দ্রেই শেভচেঙ্কো। তাঁর দেশ ইউক্রেন এখন যুদ্ধে ছারখার। শেষ পর্যন্ত মুখ খুললেন শেভচেঙ্কো।
advertisement

একটা সময় ব্যালন ডি অর জিতেছেন। কোচ হওয়ার পর ইউক্রেনকে ইউরোতে নিয়ে গিয়েছেন। তবে শেভচেঙ্কো এখন ফুটবল নিয়ে ভাবতে চাইছেন না। তিনি দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে অস্থির হয়ে উঠেছেন।

advertisement

দেশের মানুষের দুরাবস্থা নিয়ে চিন্তিত শেভচেঙ্কো। তিনি বলছিলেন, ''মা ফোন করে বলেছিল, যুদ্ধ শুরু হয়েছে। আমরা ভাবতেও পারিনি, রাশিয়া এই পথ নেবে। দেশের নিরাপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। নিস্পাপ বাচ্চারা যুদ্ধের বলি হচ্ছে। এর থেকে খারাপ আর কী হতে পারে!''

advertisement

আন্দ্রেই শেভচেঙ্কো আরও বলছিলেন, বাচ্চাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে আমি চেষ্টা করছি। দেশবাসীকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা নিয়েই এখন যত চিন্তা। যুদ্ধ মানেই প্রাণহানি। এটা জেনেও রাশিয়া এমন কাজ করল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেভচেঙ্কো বলছিলেন, আমাদের দেশের প্রেসিডেন্ট লোদিমির জেলেনস্কি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চাইলে পালাতে পারতেন। কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে আছেন। দেশবাসীর সঙ্গে আছেন। আমরা এত সহজে হার মানব না। রাশিয়ার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Andriy Shevchenko: যুদ্ধে ছারখার দেশ, শিশুদের বাঁচাতে ঝাঁপাবেন ইউক্রেনের সর্বকালের সেরা ফুটবলার শেভচেঙ্কো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল