তাঁর বাবা সঞ্জয় বাঙ্গার আরসিবিকোচ হিসেবে কাজ করেছেন আগেও। তাই ধারণা করা হচ্ছে যে অনয়াও এই দলে খেলতে পারেন। যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে অনায়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর ক্রিকেট কিট ব্যাগ নিয়ে প্র্যাকটিস ফিল্ডে অনুশীলন করছেন।
এই ভিডিও ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে। তিনি আসন্ন মহিলা প্রিমিয়ার লিগে আরসিবি মহিলা দলে যোগ দিতে পারেন। কয়েকদিন আগেই অনয়া ঘোষণা করেছিলেন, তিনি তাঁর জেন্ডার রি-অ্যাসাইনমেন্ট সার্জারির পর পুরোপুরি সুস্থ। অনয়া হিসেবে মাঠে ফেরার জন্য প্রস্তুত তিনি।
advertisement
তিনি দীর্ঘদিন ধরে খেলায় ফিরে আসা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অংশ নেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, “আমি আমার অধিকারগুলির জন্য লড়ব এবং একদিন আমি ভারতের জন্য বিশ্বকাপ জিতব।” সম্প্রতি যখন ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জিতেছিল, তখন তিনি ইনস্টাগ্রামে অভিনন্দন বার্তাও পোস্ট করেছিলেন।
তাঁর সাম্প্রতিক পোস্ট থেকে স্পষ্ট, তিনি পেশাদার ক্রিকেটে ফেরার নিজের ইচ্ছায় অটল রয়েছেন। তবে বড় প্রশ্ন হল — তাঁকে কি মহিলা প্রিমিয়ার লিগে (WPL) খেলতে অনুমতি দেওয়া হবে? কারণ আইসিসি (ICC) ইতিমধ্যেই ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের আন্তর্জাতিক মহিলা ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতির শিকার! মহারাজকে নিয়ে ভবিষ্যদ্বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই বছরের শুরুতে এক সাক্ষাৎকারে অনয়া তাঁর পরিবার, বিশেষ করে বাবা সঞ্জয় বাঙ্গারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা সাফ জানিয়ে দিয়েছিলেন, “ভবিষ্যতে ক্রিকেটে তোমার জন্য কোনও জায়গা নেই।” অনয়া নিজেও স্বীকার করেছিলেন, হয়তো তিনি কখনওই “সিস্টেমের অংশ” হতে পারবেন না।
