ম্যাচ শুরুর আগেই অবশ্য সিএবি প্রেসিডেন্টের ঘরে বসে বিগ বি-কে কাছে পেয়ে আপ্লুত ইমরান খানও ৷ প্রাক্তন পাকিস্তান অধিনায়কের হাসপাতালের ফান্ড জোগাড় করতে একসময় অনেক সাহায্য করেছিলেন বচ্চন ৷ সেই অবদানের কথা আজও ভোলেননি ইমরান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাকিস্তান দলকে কলকাতায় এমন উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ৷ মুখ্যমন্ত্রীও জানান, ‘‘এই শহরের দরজা আপনার এবং আপনার দেশের মানুষদের সঙ্গে সবসময়েই খোলা ৷’’ তবে এসবের মধ্যে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপধ্যায় যে তথ্যটা দিলেন , সেটা শুনে চমকে উঠতেই হয় ৷ সেটা হল, বিগ বি নাকি শুধু মাঠে জাতীয় সঙ্গীত গাওয়ার আমন্ত্রণে এক ডাকে চলে এসেছেন বিনা কোনও পারিশ্রমিক নিয়ে ৷ অভিষেককে নিয়ে নিজে ফ্লাইট বুক করে, হোটেল ভাড়া করে থেকেছেন ৷ বচ্চনের এই সফরে খরচ হয়েছে কত জানেন ? ৩০ লক্ষ টাকা ! শুধুমাত্র ভালোবাসার ডাকেই যারা এককথায় এভাবে চলে আসতে পারেন, তাঁদের স্যালুট করবেন না, তো আর কাকে করবেন !
advertisement