জেটলির ৬৮ তম জন্মবার্ষিকীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও 'বন্ধু' জেটলির স্মৃতিচারণা করে ট্যুইট করেছেন এদিন৷ গত বছর অগাস্টে প্রয়াত হন জেটলি৷ তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ জেটলির নামেই হবে৷ পাশাপাশি এখানে তাঁর মূতিও বসবে৷ এদিন মূর্তি উন্মোচন হল৷ অনুষ্ঠানে এক মঞ্চেই দেখা গেল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাকে৷ ছিলেন অমিত পুত্র ও বোর্ড সচিব জয় শাহ৷ বিজেপি নেতা অনুরাগ ঠাকুর-সহ অনেকেই ছিলেন।
advertisement
১৯৯৯ থেকে ২০১৩৷ দীর্ঘ ১৪ বছর দিল্লি ডিসট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট পদ সামলানো জেটলি অত্যন্ত দক্ষ ক্রীড়া প্রশাসকও ছিলেন৷ শাহ এদিন বলছেন," অরুণ জেটলি ভারতীয় রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী অবদান রেখেছেন৷ অত্যন্ত নিষ্ঠা ও আবেগের সঙ্গেই জাতির সেবা করেছেন। আমার হৃদয় থেকে ওনাকে শ্রদ্ধার্ঘ্য৷ যে স্টেডিয়ামে আমি দাঁড়িয়ে আছি সেই স্টেডিয়াম অজস্র ক্রিকেট ইতিহাসের সাক্ষী৷ আমার কাছে এটা অত্যন্ত গর্বের৷"
এদিন শাহ বুঝিয়ে দিলেন যে, ক্রিকেট প্রশাসক হিসেবে ঠিক কোন জায়গায় ছিলেন জেটলি৷ শাহ বললেন, "কেউ ক্রিকেট খেলে আর কেউ সেই খেলার পরিবেশটা তৈরি করে দেয়৷ যখন আইপিএল নিয়ে ভাবনা চিন্তা চলছিল, তখন আমার মতো মানুষ দূর থেকেই ক্রিকেটটা দেখত৷ ফলে মাথার মধ্যে বহু প্রশ্ন ঘোরাফেরা করত৷ নিয়মিত ম্যাচ থেকে শুরু করে আইনি কাজকর্ম৷ আমি জেটলির সঙ্গে কথা বলতাম৷ সব প্রশ্নের উত্তর ছিল ওঁর কাছে৷ নিজে নেপথ্যে থেকেই যাবতীয় শঙ্কা আর প্রশ্নের সমাধান ছিল জেটলির কাছে৷ একটা সময় কেউ ক্রিকেটকে কেরিয়ার হিসেবে ভাবতে পারত না৷ এখন কিন্তু পারে৷ অরুণজি আমার বড় ভাইয়ের মতো ছিলেন, আমার আঙুল ধরে সমস্যা থেকে বার করে নিয়ে আসতেন৷ এটা বলতেই হবে আমায়৷ আমার ক্ষেত্রে নিজের পাবলিক ইমেজ নিয়ে কখনও ভাবেননি৷ নির্ভীক ভাবে সব করতেন৷"