TRENDING:

Aman Sehrawat at Paris Olympics 2024: ‘সাবাশ আমন!’ শুভেচ্ছার স্রোতে ভাসছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ২১ বছর বয়সি এই কুস্তিগির

Last Updated:

Aman Sehrawat at Paris Olympics 2024:২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে অলিম্পিক্স পদকজয়ীর তালিকায় ঢুকে পড়লেন আমন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে কুস্তিতে পদক। আমন শেরায়তের হাত ধরে পুরুষদের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছে ভারত। প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর ডারিয়ান তোই ক্রুজকে হারানোর পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ভারতীয় কুস্তিগির।
আমন শেরাওয়াত
আমন শেরাওয়াত
advertisement

আমন শেরাওয়াতের উচ্ছ্বসিত প্রশংসা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেন আর এক অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। তিনি লিখেছেন, “শাবাস আমন। ব্রোঞ্জ পদকের জন্য অনেক অভিনন্দন। দুর্দান্ত খেলেছ ভাই। ভারতীয় কুস্তিকে অলিম্পিক্স থেকে (২০০৮ সাল থেকে) কখনও খালি হাতে ফিরতে হয়নি।’’

২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী যোগেশ্বর দত্তও পদক জয়ের জন্য আমনকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, “ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিক্সে ভারতীয় কুস্তির আধিপত্য বজায় রেখেছেন। আপনাকে আন্তরিক অভিনন্দন। টানা ৫টি অলিম্পিক্সে কুস্তিতে পদক জয় দেশের জন্য গর্বের মুহূর্ত।’’

advertisement

বলিউড থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আমনকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখ। অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রাও শুভেচ্ছা জানিয়েছেন ২১ বছর বয়সী কুস্তিগিরকে। তিনি লিখেছেন, “অভিনন্দন আমন। ম্যাটে আপনার সংকল্প, ফোকাস এবং যেভাবে নিজেকে মেলে ধরেছেন, এগুলো একজন সত্যিকারের চ্যাম্পিয়ানের লক্ষণ। ব্রোঞ্জ জিততে পারা বিশাল কৃতিত্ব। শ্রেষ্ঠত্বের জন্য আপনার নিরলস সাধনার প্রতিফলন ঘটেছে এতে। আপনার জন্য গর্বিত। আপনি গোটা দেশকে গর্বিত করেছেন। চালিয়ে যাও, চ্যাম্প।’’

advertisement

আরও পড়ুন : ভালবাসতেন পোস্তর পদের সঙ্গে বাহারি মাছ, শঙ্করপুরের এই সরকারি কটেজ ছিল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর খুব প্রিয়

অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন পিস্তল শ্যুটার হিনা সিধুও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ফের পদক দিল কুস্তি। ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে অলিম্পিক্স পদকজয়ীর তালিকায় ঢুকে পড়লেন আমন। অসাধারণ পারফরম্যান্সের জন্য আমন শেরায়তকে অভিনন্দন। আমন, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত শান্ত এবং লক্ষ্যে অবিচল ছিলেন। গোটা ভারত আপনার জয়ে গর্বিত।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

২০০৮ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী বিজেন্দর সিংও অভিনন্দন জানিয়েছেন আমনকে। এটা ছিল আমনের প্রথম অলিম্পিক্স। আর প্রথম অলিম্পিক্সেই পদক জয় বিশাল কৃতিত্বের বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “জীবনের প্রথম অলিম্পিক্সেই পদক জয়! বিশাল কৃতিত্ব। আপনাকে অনেক অভিনন্দন আমন শেরায়ত।’’

বাংলা খবর/ খবর/খেলা/
Aman Sehrawat at Paris Olympics 2024: ‘সাবাশ আমন!’ শুভেচ্ছার স্রোতে ভাসছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ২১ বছর বয়সি এই কুস্তিগির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল