দল ভাগ হয়ে গিয়েছে। এবার মাঠে নামার পালা। বৃহস্পতিবার নিউইয়র্কে একেবারের পেশাদারি মোড়কে ক্রিকেটারদের নিলামে অংশ নিয়েছিলেন দুই অধিনায়ক সচিন তেন্ডুলকর এবং শেন ওয়ার্ন। আধঘণ্টার টানটান অনুষ্ঠানের পর দল বেছে নেন দুই অধিনায়ক।
সচিন ব্লাস্টার্স হল এইরকম-
সচিন তেন্ডুলকর ( অধিনায়ক) সৌরভ, সেহওয়াগ, লারা, লক্ষ্মণ, জয়বর্ধনে, হুপার, মইন খান, মুরলীধরন, গ্রেম সোয়ান, অ্যামব্রোজ, শন পোলক, ম্যাকগ্রা, ক্লুজনার, শোয়েব আখতার ৷
advertisement
হেডেন-পন্টিং-সাইমন্ডসকে নিয়ে যথেষ্ট শক্তিশালী ওয়ার্নের দলও।
ওয়ার্ন ওয়ারিয়র্স দল- শেন ওয়ার্ন (অধিনায়ক) হেডেন, পন্টিং, ভন, সঙ্গাকারা, জন্টি রোডস, জ্যাক কালিস, অ্যান্ড্রু সাইমন্ডস, সাকলিন মুস্তাক , ড্যানিয়েল ভেত্তোরি, কোর্টনি ওয়ালশ, ডোনাল্ড, আক্রম এবং আগরকর ৷
ক্রিকেটের জন্য তৈরি তৈরি সিটিফিল্ডও। বিশ্বের সেরা বেসবল মাঠেই শনিবার ক্রিকেট যু্দ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে মার্কিন মুলুকে পা রেখেছিলেন বিশ্বক্রিকেটের ঈশ্বর স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। তাঁর দেখানো পথেই আমেরিকা থেকে ক্রিকেটকে বিশ্বজনীন করতে চান দুই কলম্বাস সচিন তেন্ডুলকর আর শেন ওয়ার্ন।