TRENDING:

ক্রিকেট জ্বরে কাঁপছে আমেরিকা

Last Updated:

থিম স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। তাঁর আমেরিকা সফরকে মাথায় রেখে শনিবার নিউইয়র্কে নামছেন সচিন-ওয়ার্নরা। নিউইয়র্কে অলস্টার টি-টোয়েন্টির প্রথম ম্যাচে মুখোমুখি হবে সচিন ব্লাস্টার্স ও ওয়ার্ন ওয়ারিয়ার্স। আক্রাম থেকে ওয়ালশ, হেডেন থেকে শোয়েব সবাই মুখিয়ে রয়েছেন এই ম্যাচের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক:  থিম স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। তাঁর আমেরিকা সফরকে মাথায় রেখে শনিবার নিউইয়র্কে নামছেন সচিন-ওয়ার্নরা। নিউইয়র্কে অলস্টার টি-টোয়েন্টির প্রথম ম্যাচে মুখোমুখি হবে সচিন ব্লাস্টার্স ও ওয়ার্ন ওয়ারিয়ার্স। আক্রাম থেকে ওয়ালশ, হেডেন থেকে শোয়েব সবাই মুখিয়ে রয়েছেন এই ম্যাচের জন্য।
advertisement

দল ভাগ হয়ে গিয়েছে। এবার মাঠে নামার পালা। বৃহস্পতিবার নিউইয়র্কে একেবারের পেশাদারি মোড়কে ক্রিকেটারদের নিলামে অংশ নিয়েছিলেন দুই অধিনায়ক সচিন তেন্ডুলকর এবং শেন ওয়ার্ন। আধঘণ্টার টানটান অনুষ্ঠানের পর দল বেছে নেন দুই অধিনায়ক।

সচিন ব্লাস্টার্স হল এইরকম-

সচিন তেন্ডুলকর ( অধিনায়ক) সৌরভ, সেহওয়াগ, লারা, লক্ষ্মণ, জয়বর্ধনে, হুপার, মইন খান, মুরলীধরন, গ্রেম সোয়ান, অ্যামব্রোজ, শন পোলক, ম্যাকগ্রা, ক্লুজনার, শোয়েব আখতার ৷

advertisement

হেডেন-পন্টিং-সাইমন্ডসকে নিয়ে যথেষ্ট শক্তিশালী ওয়ার্নের দলও।

ওয়ার্ন ওয়ারিয়র্স দলশেন ওয়ার্ন (অধিনায়ক) হেডেন, পন্টিং, ভন, সঙ্গাকারা, জন্টি রোডস, জ্যাক কালিস, অ্যান্ড্রু সাইমন্ডস, সাকলিন মুস্তাক , ড্যানিয়েল ভেত্তোরি, কোর্টনি ওয়ালশ, ডোনাল্ড, আক্রম এবং আগরকর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ক্রিকেটের জন্য তৈরি তৈরি সিটিফিল্ডও। বিশ্বের সেরা বেসবল মাঠেই শনিবার ক্রিকেট যু্দ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে মার্কিন মুলুকে পা রেখেছিলেন বিশ্বক্রিকেটের ঈশ্বর স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। তাঁর দেখানো পথেই আমেরিকা থেকে ক্রিকেটকে বিশ্বজনীন করতে চান দুই কলম্বাস সচিন তেন্ডুলকর আর শেন ওয়ার্ন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেট জ্বরে কাঁপছে আমেরিকা