বুমরাহের বিশ্বকাপে না থাকাটা যে ভারতীয় দলের কাছে অপূরণীয় ক্ষতি সেটা মানছেন আকাশ চোপড়া। তবে তিনি মনে করেন টিম ইন্ডিয়ার বুমরাহকে ছাড়াও ম্য়াচ জেতার ক্ষমতা রয়েছে। নিজের ইউটিউব চ্য়ানেলে আকাশ চোপড়া বলেন,'ভারতের বিশ্বকাপ স্কোয়াডে বুমরাহের অনুপস্থিতি তাদের বোলিং আক্রমণকে দুর্বল করবে ঠিকই। তবে টিম ইন্ডিয়া জানে কিভাবে তাকে ছাড়া জিততে হয়।'
advertisement
এছাড়াও আকাশ চোপড়া বলেন, 'জসপ্রিত বুমরাহ অপরিবর্তনীয়। কিন্তু আমাদের বুমরাহের সঙ্গে ও ছাড়া ভারতের রেকর্ড দেখতে হবে। সেটা খুব একটা আলাদা নয়। গত এক বছরে বুমরাহকে ছাড়াও ভারতীয় দল ভালো পারফর্ম করেছে। উল্লেখ্য গুরুত্বপূর্ণ বিষয় হল যে দল তাকে ছাড়া কীভাবে জিততে হয় তা জানে।' এছাড়া আকাশ চোপড়া মনে করেন আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দল ভালো পারফর্ম করবে।
আরও পড়ুন: এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকের প্রস্তুতি, জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
প্রসঙ্গত, বুমরাহের যদি সত্যিই পিঠে স্ট্রেস ফ্র্যাকচার থাকে, তবে ডানহাতি পেসার এই প্রথমবারের এই চোটের সাথে মোকাবিলা করবেন না। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে আসার পর, স্ক্যানে দেখা যায় যে তার পিঠের নিচের দিকে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে এবং এটি তাকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। বুমরার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আকাশ চোপড়া।
আরও পড়ুন: দয়া করে সম্মান থাকতে অবসর নিন, এবার রোনাল্ডোকে তীব্র আক্রমণ পর্তুগিজ সমর্থকদের!
তিনি বলেছেন, 'জসপ্রিত বুমরাহ ভারতীয় বোলিংয়ের মেরুদণ্ড। আমি নিয়মিত তার ফিটনেস উদ্বেগের গুরুত্ব তুলে ধরেছি। ফিরে আসার পর নিয়মিত খেলছেন না মানে আপনি পুরোপুরি ফিট নন। এই পিঠের চোটের পুনরাবৃত্তি হচ্ছে, তাকে বারবার বিরক্ত করছে। এই চোটের সঙ্গে ক্রমাগত খেলার চাপের কোনো সম্পর্ক নেই। তার ওয়ার্ক লোড আগের থেকে কমানো হযেছে। তা সত্ত্বেও যদি কোনও সমস্যা হয়, তবে এটি উদ্বেগের কারণ।'