TRENDING:

Jadeja on Rahul Dravid : দ্রাবিড়কে দল চালানোর ব্যাপারে মতামত দেওয়ার প্রয়োজন দেখছেন না অজয় জাদেজা

Last Updated:

Ajay Jadeja believes Rahul Dravid should be given full freedom. জাদেজার ভাষ্য, একজন কোচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস থাকা দরকার তা হলো নিয়মানুবর্তিতা ও আত্মনিবেদন। তার (দ্রাবিড়) মধ্যে এ দুটো জিনিসই আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দল চালানোর ব্যাপারে দ্রাবিড়ের পূর্ণ স্বাধীনতা চান জাদেজা
দল চালানোর ব্যাপারে দ্রাবিড়ের পূর্ণ স্বাধীনতা চান জাদেজা
advertisement

আরও পড়ুন - DJ Bravo retirement : বিশ্বকাপ শেষ হলেই দেশের জার্সিতে ক্রিকেটকে বিদায় জানাবেন ডোয়াইন ব্রাভো

আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি’- অনুপম রায়ের বিখ্যাত এই গানটির কথাই যেন মনে করিয়ে দিলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার অজয় জাদেজা। সদ্য নিয়োগপ্রাপ্ত ভারতীয় দলের কোচ দ্রাবিড়ের অনুভূতিকে পড়ে বিসিসিআইকে এমন অনুরোধই করেছেন জাদেজা। জাদেজার মতে, নিয়মনীতি ও আত্মনিবেদনের অন্যতম এক উদাহরণ দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটাররা যেন তার থেকে উপকৃত হতে পারে, সেজন্য দ্রাবিড়কে স্বাধীনভাবে কাজ করতে দিতে বিসিসিআইকে অনুরোধ করেছেন জাদেজা।

advertisement

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজার ভাষ্য, একজন কোচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস থাকা দরকার তা হলো নিয়মানুবর্তিতা ও আত্মনিবেদন। তার (দ্রাবিড়) মধ্যে এ দুটো জিনিসই আছে। বোর্ডকে বলব, তারা যেন দ্রাবিড়কে নিজের মতো করে দল পরিচালনা করতে দেয়। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কোচ হিসেবে দ্রাবিড়ের রেকর্ড ভাল। ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলকে একের পর এক সাফল্যই এনে দেননি, জাতীয় দলের জন্য অনেক ক্রিকেটারকে নিজ হাতে গড়েছেন দ্রাবিড়।

advertisement

ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, শ্রেয়াস আয়াররা দ্রাবিড়ের হাতেই গড়া। তার এসব সাফল্যের কথা উল্লেখ করে জাদেজার বক্তব্য, ‘সে (দ্রাবিড়) কোচ হিসেবে যোগ্য। ভারতীয় দলে তার মতো অবদান কেউ রাখতে পারবে বলে আমার মনে হয় না।’ গত ৩ নভেম্বর দ্রাবিড়ের জাতীয় দলে হেড কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে ভারতের জাতীয় দলের দায়িত্ব পালন শুরু করবেন দ্রাবিড়। সবচেয়ে বড় কথা ভারতীয় ক্রিকেটারদের ধৈর্য্য এবং সহ্য ক্ষমতা বাড়বে তার হাত ধরে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Jadeja on Rahul Dravid : দ্রাবিড়কে দল চালানোর ব্যাপারে মতামত দেওয়ার প্রয়োজন দেখছেন না অজয় জাদেজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল