জানা গিয়েছে, ৩ বছরের চুক্তিতে স্প্যানিশ কোচ মানোলোকে সই করাতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় দলের পাশাপাশি ২০২৪-২৫ মরশুমে এফসি গোয়ার দায়িত্বও পালন করবেন মার্কেজ। তার পরের মরশুম থেকে অবশ্য শুধু ভারতীয় দলেরই দায়িত্বে থাকবেন মার্কেজ। গোয়ার দায়িত্ব নেওয়ার আগে মার্কেজ তিন বছর হায়দরাবাদের কোচ ছিলেন। সেই সময় ২০২১-২২ মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে আইএসএলও জেতেন মার্কেজ। তাঁর কোচিংয়ে গোয়া আইএসএলে তিন নম্বরে শেষ করেছিল গোয়া। এবার ভারতীয় দলের কোচ হয়ে আশানুরূপ সাফল্য আনতে পারেন কি না সেটাই দেখার।
advertisement
আরও পড়ুন: কনফার্মড টিকিট পাচ্ছেন না? কোন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কেমন?
এর আগে ইগর স্টিম্যাচের ৫ বছরের কোচিংয়ে ভারত ৫৩টি ম্যাচের মধ্যে মাত্র ১৯টি ম্যাচে জয় পেয়েছিল। দু’বার সাফ কাপ জিতলেও বিশ্বকাপের কোয়ালিফায়ার থেকে বিদায় নেওয়ার ফলে চাকরি যায় ইগর স্টিম্যাচে। ইগর স্টিম্যাচের চাকরি যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। সুনীল পরবর্তী ভারতীয় ফুটবলে মানোলো মার্কেজ ভারতীয় ফুটবলকে কোন পথে নিয়ে যান সেটাই দেখার।