পাকিস্তানের ডানহাতি হার্ডহিটার ব্যাটার আসিফ আলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর অবসরের কথা জানান। আসিফ বলেন, “পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবার পালা”। তবে তিনি ঘরোয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তে লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানান।
advertisement
আসিফ আলির আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় ২০১৮ সালের ১লা এপ্রিল, করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে। পাঁচ বছরের এই কেরিয়ারে তিনি পাকিস্তানের হয়ে ২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১৬ ইনিংসে ৩৮২ রান এবং টি-টোয়েন্টিতে ৫১ ইনিংসে ৫৭৭ রান সংগ্রহ করেন তিনি। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ছিল ১৩৩.৮৭, যা তার মারকুটে ব্যাটিং স্টাইলের পরিচয়।
আসিফ পাকিস্তানের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ওই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জেতান তিনি। একইসঙ্গে ভারতকে ১০ উইকেটে হারানো ঐতিহাসিক ম্যাচেও তিনি দলে ছিলেন। এছাড়াও ২০১৮ ও ২০২২ সালের এশিয়া কাপেও অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ Virat Kohli: লন্ডনের মাটিতে নতুন নজির কোহলির! যা এর আগে কখনও হয়নি, সেটাই হল এবার
আন্তর্জাতিক কেরিয়ারে বড় রান না করলেও আসিফ আলি ছিলেন একজন ফিনিশার হিসেবে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচের শেষদিকে দ্রুত রান তোলার দায়িত্ব তিনি ভালোভাবেই পালন করেছেন বহুবার। আসিফকে তাঁর আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে পাক বোর্ড ও সতীর্থ ক্রিকেটাররা।