সম্প্রতি, বিবাহ বিচ্ছেদের পর অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যা। বিয়েতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবার। ছিলেন না স্নেহাশিসের কন্যা স্নেহাও, তিনি গবেষনার কাজ করছেন আমেরিকায়। তবে স্নেহাশিসের বিয়ের পর থেকেই একের পর এক পোস্ট করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন বৌদি। যা নিয়ে জলঘোলা বা জল্পনাও কম হচ্ছে না।
advertisement
ইনস্টাগ্রাম স্টোরিতে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘একজন ভালো বাবা কখনোই তাঁর সন্তানের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। কথা শেষ।’ আরেকটি স্টোরিতে লেখেন, ‘আমি মানুষকে শিক্ষা দিতে সরে যাই না। আমি সরে যাই কারণ, আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি তোমার অনুপস্থিতিতে জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারব, তোমাকে ধরে রাখার জন্য নিজেকে কোনও গণ্ডিতে আটকে রাখতে পারব না।’
এখানেই থেমে থাকেননি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। আরও একটি ইনস্টা স্টোরিতে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন,,‘একজন পুরুষের সবথেকে বড় ভুল হল এমন একজন নারীকে ঠকানো, যে তার জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছে। পাশে দাঁড়িয়েছে তখন, যখন জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল।’ এই ৩টি পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, ভারতের কোন জায়গাকে ‘হীরের শহর’ বলা হয়? উত্তর দিতে ব্যর্থ অনেকেই
—- Polls module would be displayed here —-
প্রসঙ্গত, অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হলেও রিসেপশন এখনও বাকি রয়েছে। শোনা যাচ্ছে আগামী ৭ অগাস্ট হতে পারে রিসেপশন। সেই অনুষ্ঠানে ন উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের। তবে তার আগে আর কোন বিস্ফোরক পোস্ট সামনে আনেন মোম গঙ্গোপাধ্যায় সেটাই দেখার।