এশিয়া কাপ ২০২২ -র ফাইনালের পর ভারতীয় সাংবাদিক রামিজ রাজাকে জিজ্ঞাসা করেন , ‘‘পাকিস্তানের জনতা কি এই হার থেকে দুঃখী? তাঁদের আপনি কি বার্তা দেবেন? এই প্রশ্নে রামিজ রাজা উত্তর দেন, ‘‘আপনি নিশ্চয় ভারত থেকে? আপনি তো খুব খুশি হবেন? ’’ শুধু এতেই থামেননি রামিজ রাজা আরও একটু কয়েক পা এগিয়ে সাংবাদিকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেন৷ ট্যুইটারে এটা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও৷
advertisement
দেখে নিন রামিজ রাজা ঠিক কী কী করলেন?
উল্লেখ্য টস হারার পরেও এদিনের ম্যাচে জিতল শ্রীলঙ্কা৷ সাধারণত যারা টি টোয়েন্টিতে টসে জেতে তারাই ম্যাচও জেতে৷ কিন্তু এশিয়া কাপ ২০২২-র ফাইনাল এর থেকে অন্যরকম হল৷ শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে৷ শ্রীলঙ্কার পক্ষ থেকে ভানুকা রাজাপক্ষে ৪৫ বলে ৭১ রান করেন৷ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৪৭ রানে অলআউট হয়ে যায়৷ মহম্মদ রিজবান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন৷