TRENDING:

Gautam Gambhir: বেজে গেল গম্ভীরের ওয়ার্নিং বেল! সামনে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কোচের সামনে

Last Updated:

Gautam Gambhir: ভারতীয় দলের কোচ হিসেবে টি-২০ সিরিজের শুরুটা যতটা ভাল হয়েছিল গম্ভীরের, প্রথম ওডিআই সিরিজটা গেল ততটাই খারাপভাবে। এবার কঠিন চ্যালেঞ্জের সামনে গম্ভীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বো: ভারতীয় দলের কোচ হিসেবে টি-২০ সিরিজের শুরুটা যতটা ভাল হয়েছিল গম্ভীরের, প্রথম ওডিআই সিরিজটা গেল ততটাই খারাপভাবে। একদিনের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে এক নম্বরে। সেখানে শ্রীলঙ্কা রয়েছে ৭ নম্বরে। ২৭ বছর পর ভারতকে দ্বিপাক্ষিক সিরিজে হারাল শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ট্র্যাক রেকর্ড একেবারে ভাল নয়। সেই দলের বিরুদ্ধে সিরিজ হারলে স্বভাবতই কাটাচেরা হবে।
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর
advertisement

দলের খারাপ পারফরম্যান্স তো রয়েছেই একইসঙ্গে একদিনের সিরিজে গৌতম গম্ভীর ও রোহিত শর্মার জুটির শুরুটাও ভাল হল না। বিশেষ করে একদিনের সিরিজে পূর্ণ শক্তির ব্যাটিং লাইন নিয়েও কেন এমন ভরাডুবি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে রান তাড়া কররার ক্ষেত্রে সমস্যার এটা যেমন সত্যি, ঠিক তেমনই ভারতীয় ব্যাটাররা স্পিন খেলায় কতটা পারদর্শী তা বলার অপেক্ষা রাখে না। তারপরও এই হাল মেনে নিতে পারছেন না অনেকেই।

advertisement

টি-২০ বিশ্বকাপ জয় এখন অতীত। সামনে ভারতের যে বড় আইসিসি ট্রফি রয়েছে তারমধ্যে অন্যতম হল চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটি পাকা করা। ফলে ওডিআই ও টেস্ট ক্রিকেটেই মূল ফোকাস রাখা উচিত টিম ইন্ডিয়ার। সামনে একমাসের বিরতির পর এই বছরে ঠাসা ক্রীড়াসূচিতে এখন পর্যন্ত কোমও ওডিআই সিরিজ নেই। ভারতের পরবর্তী ওডিআই সিরিজ পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুনঃ GK: নেই কোনও জাতীয় পশু! এমন দেশের নাম বলুন তো দেখি, উত্তর দিতে হোঁচট খাচ্ছেন অনেকেই

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ গম্ভীরের কাছে অনেকটা ওয়ার্নিং বেল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব একটা ওডিআই সিরিজও নেই গম্ভীরের হাতে চূড়ান্ত দল তৈরি করার জন্য। ফলে আগামী দিনে চ্যালেঞ্জ কতটা কঠিন হতে যাচ্ছে গৌতম গম্ভীর তা এখন থেকেই টের পেতে শুরু করেছে। তারউপর পাকিস্তানে বা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে এশিয়ান উইকেটে স্পিনাররা সাহায্য পাবে। শ্রীলঙ্কার সিরিজের ফল কিছুটা হলেও ভাবাবে সদ্য নিযুক্ত টিম ইন্ডিয়ার হেডস্যারকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir: বেজে গেল গম্ভীরের ওয়ার্নিং বেল! সামনে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কোচের সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল