টি-টোয়েন্টিতে ৪৬৯টি উইকেট রয়েছে রশিদের। তিনি বলেন, আমি চেষ্টা করি নতুন ধরনের ডেলিভারি করার। নেটে এখন সেগুলো অনুশীলন করছি। কোনও ম্যাচে এখনও সেই ডেলিভারিগুলো করিনি। মন্থর গতির লেগস্পিন করার চেষ্টা করছি। পাকিস্তান সুপার লিগে সেই ধরনের কিছু বল করেছি। বাংলাদেশ সিরিজেও করেছি। সেগুলো কাজও দিয়েছে। তবে এখনও সেভাবে দক্ষতা তৈরি হয়নি।
advertisement
আরও অনুশীলন করতে হবে। আশা করি এশিয়া কাপে বল করতে পারব। রশিদ চাইছেন সহজ ভাবে বল করতে। তিনি বলেন, বল করার সময় আমি খুব বেশি ভাবি না। সহজ রাখতে চাই পুরো বিষয়টা। কাল কী হবে না ভেবে আজকের উপর মনোযোগ দিতে চাই। সব সময় চেষ্টা করি সঠিক জায়গায় বল করতে। সেই দক্ষতা আমার আছে। সেটা হলেই অনেক কিছু সহজ হয়ে যায়।
২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেখানে ভারতের গ্রুপে নেই আফগানিস্তান। তাই গ্রুপ পর্বে না হলেও সুপার ফোরে ভারতের সঙ্গে দেখা হতেই পারে রশিদের দলের। সেখানে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে নতুন অস্ত্র হাতে দেখা যেতে পারে রশিদকে?
কিন্তু প্রশ্ন হল বলটার নাম কি? রশিদ খান বলছেন আমি নিজেই এর একটা নাম দিয়েছি। ম্যাজিক বল। এখন দেখা যাক রশিদের আঙুলের ঘূর্ণিতে সেই ম্যাজিক বল ব্যাটসম্যানদের কতটা বোকা বানাতে পারে।