TRENDING:

শামির জন্য আবার এক সুন্দরী মডেল পাগল! বাংলার পেসার এখন 'লেডি কিলার'!

Last Updated:

wazhma ayoubi: আবার এক সুন্দরী শামির জন্য পাগল! বাংলার পেসার করছেন কী!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: সময় ভাল যাচ্ছে মহম্মদ শামির! না হলে একের পর এক সুন্দরী মহিলা কি তাঁর জন্য এমন পাগল হয়!
advertisement

সুন্দরী অভিনেত্রী পায়েল ঘোষ এর আগে শামিকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করেছিলেন। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন শামি। কখনও পাঁচ ওভার, কোনও ম্যাচে আবার সাত উইকেট নিয়েছেন তিনি। সারা দেশ এখন তাঁর নাম জপ করছে।

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের জটিলতা গত কয়েক বছরে আরও বেড়েছে শামির। ২০১৮ থেকে তাঁরা আলাদা থাকেন। তবে শামিকে এখনও ইঙ্গিত করে পোস্ট করেন হাসিন। সম্প্রতি শামিকে নিয়ে মুখও খুলেছেন হাসিন। তিনি বলেছেন, শামি যেমন ভাল ক্রিকেটার, তেমন ভাল স্বামী বা বাব নন।

advertisement

আরও পড়ুন- ভারতের সাফল্য কামনায় যজ্ঞ-পুজোর আয়োজন! বিরাটকে জার্সি পরিয়ে উন্মাদনা সমর্থকদের

হাসিনের ব্যাপারে অবশ্য তেমন কোনও মন্তব্য কখনওই করেন না শামি। যদিও সোশ্যাল মিডিয়া শামির এই দুর্দান্ত পারফর্ম-এর পিছনে তাঁর কঠিন সময়ের উল্লেখ করছে। হাসিনের সঙ্গে বিবাদের জেরেই শামি যেন আরও জেদি হয়েছেন!

অভিনেত্রী পায়েল ঘোষ অবশ্য শামিকে আচমকাই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি পরে জানান, নেহাত মজা করেই তিনি এমনটা বলেছিলেন। আর হাসিন এই ব্যাপারে বলেছিলেন, শামি সেলেব্রিটি। সেলেব্রিটিদের সঙ্গে এমনটা হয়েই থাকে।

advertisement

এবার আফগান সুন্দরী ওয়াজমা আয়ুবি বাংলার পেসারে মুগ্ধ হয়েছেন। এই ওয়াজমা কোহলির অন্ধ ভক্ত। তাঁকে দেখা গিয়েছিল কোহলির ১৮ নম্বর জার্সি পরে। সেই জার্সিতে বিরাট কোহলির সই করা ছিল।

আরও পড়ুন- মোট ৮৩ কোটি টাকা! ভারত বিশ্বকাপ জিতলে কত পাবে? টাকার বৃষ্টি হবে আজ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এবার শামির সাত উইকেটের পারফরম্যান্স দেখে ওয়াজমা লিখেছেন, ওহ মাই গড। সাতটা উইকেট! অসাধারণ ক্রিকেটার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শামির জন্য আবার এক সুন্দরী মডেল পাগল! বাংলার পেসার এখন 'লেডি কিলার'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল