এদিন ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অভিষেক প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস শুরু করেন। আব্রার আহমেদের বলে দ্বিতীয় ছক্কাটি মারেন অভিষেক। এই ছক্কাটিই অভিষেকের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের ৫০তম ছক্কা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলির বিরুদ্ধে সবথেকে কম বলে ৫০টি ছয় মারার রেকর্ড নিজের নামে করলেন অভিষেক। ৩৩১ বলে এই নজির গড়লেন অভিষেক। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের দখলে, যিনি ৩৬৬ বলে ৫০ ছক্কা মেরেছিলেন।
advertisement
অভিষেক এই ম্যাচে ৩৯ বলে ৭৪ এবং গিল ২৮ বলে ৪৭ রান করেন। ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া। ম্যাচে অভিষেক ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান। গিলের সঙ্গে প্রথম উইকেটে মাত্র ৯.৫ ওভারে ১০৫ রানের জুটি গড়েন। গিলও নিজের ইনিংসে ৮টি চার মারেন।
এর পর শুরু হয় মাঠের বাইরের লড়াই। ভারতের তরুণ ক্রিকেটাররা চোখে চোখ রেখে জবাব দিতে জানেন। তা সে মাঠে হোক বা মাঠের বাইরে। ম্যাচ শেষে চার শব্দের সোশ্যাল মিডিয়া পোস্টে কড়া বার্তা দিলেন অভিষেক শর্মা। নিজের এক্স হ্যান্ডলে তিনি ম্যাচের ছবি পোস্ট করে লেখেন, ‘ইউ টক, উই উইন’ ( তোমরা কথা বেশি বলো, আমরা জিতি)।
আরও পড়ুন- ‘গালি দিচ্ছিল পাকিস্তান…’! মাঠেই ‘যুদ্ধ’ অভিষেক-রউফের! যোগ্য জবাব ভারতীয় ওপেনারের
আরেক ওপেনার শুভমান গিলও কড়া ভাষায় জবাব দেন পাকিস্তানিদের। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘গেম স্পিকস, নট ওয়ার্ডস’ (ম্যাচে পারফরম্যান্সই আসল কথা, মুখের কথায় কিছুই হয় না)।